সিরাজই বিএনপির চুড়ান্ত প্রার্থী ইভিএম নিয়ে সন্দেহ আছে

S M Ashraful Azom
0
সিরাজই বিএনপির চুড়ান্ত প্রার্থী ইভিএম নিয়ে সন্দেহ আছে
নিজস্ব প্রতিবেদক, বগুড়া: বগুড়া-৬ (সদর) আসনের উপ নির্বাচনে বিএনপির চুড়ান্ত প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে জেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মোহাম্মদ সিরাজ।

বুধবার দুপুরে বগুড়া শহরের সুত্ররাপুরস্থ চম্পা মহলের জ্যোতি হলে বিএনপির প্রধান নির্বাচনী অফিসে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেয়া হয়।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহবায়ক ও বগুড়া-৬ সদর আসনের উপ নির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, জেলা বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দকে একত্র করে বিএনপি নির্বাচনে অংশ নিয়েছে। কারাবন্দি দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্ত করতে বিএনপি এই নির্বাচনে অংশ গ্রহণ করছে। বগুড়ার জনগণ আবারো বিএনপিকে ভোট দিয়ে ধানের শীষের প্রার্থীকে জয়ী করবে। এখানে দলীয় কোনো কোন্দল নেই। কয়েকজন বিপদগামী নেতাকর্মী মিথ্যাচার করছে। তাদেরকে সংশোধন করার সময় দেয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তারা সংশোধন হয়ে আসবে এবং বিএনপির বর্তমান কমিটির সঙ্গে কাজ করবে।

তিনি বলেন, বগুড়া সদর আসনে সংসদ নির্বাচনে আমরা ভোট চাই কিন্তু ইভিএম এর কারচুপি চাই না। ইভিএম-এ ভোট প্রদান করা সহজ। কিন্তু ইভিএম এর সফটওয়্যার থাকবে সরকারের নিয়ন্ত্রণে। ইভিএম নিয়ে আমাদের সন্দেহ আছে।

তিনি দলের বিষয়ে বলেন, গত ৫ মে বগুড়া জেলা আহবায়ক কমিটি ঘোষণার পর থেকে কয়েকজন চাইছে বগুড়ায় বিএনপির মধ্যে ফাটল ধরাতে। নিজেদের মধ্যে সমস্যা সৃষ্টি করে মামলা হামলার মধ্যে দিয়ে বিএনপিকে তারা দাবিয়ে রাখতে অপচেষ্টা করছে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক অ্যাড: সাইফুল ইসলাম, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপি নেতা আলী আজগর তালুকদার হেনা, এমআর ইসলাম স্বাধীন, মাফতুন আহম্মেদ খান রুবেল, খাইরুল ইসলাম, মাহবুবর রহমান বকুল, ওমর ফারুক খান, হামিদুল হক চৌধুরী হিরু।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top