ঈদ উপলক্ষে জামালপুর ও শেরপুরে র‌্যাবের নিরাপত্তা জোরদার

S M Ashraful Azom
0
ঈদ উপলক্ষে জামালপুর ও শেরপুরে র‌্যাবের নিরাপত্তা জোরদার
সেবা ডেস্ক: রমজানের আর মাত্র কয়েকটি দিন। এর পরে মুসলমান বড় উৎসব পবিত্র ঈদুল ফিতর। তাই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জামালপুর ও শেরপুর জেলায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প কর্তৃপক্ষ। ২৮ মে সকাল থেকে তারা এই কার্যক্রম শুরু করেছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, ঈদকে সামনে রেখে কেউ যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এ ব্যাপারে সতর্ক থাকবে র‌্যাব সদস্যরা। জামালপুর ও শেরপুর জেলার গুরুত্বপূর্ণ স্থানে পেট্রোল কার্যক্রম জোরদার করার পাশাপাশি মোবাইল চেকপোষ্ট স্থাপন করে তল্লাশী পরিচালনা করা হচ্ছে। এছাড়াও মোটরসাইকেলে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

এই অভিযানের আওতায় নিরাপত্তা প্রদানের মাধ্যমে চাঁদাবাজ ছিনতাইকারী, অজ্ঞানপার্টি এবং টিকেট কালোবাজারীদের গ্রেপ্তারের ব্যবস্থা জোরদার করা হয়েছে। এজন্য রেলস্টেশন, বাসস্ট্যান্ড ও শপিংমলগুলোয় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। সর্বসাধারণের জান ও মালের নিরাপত্তা রক্ষায় এবং যেকোন নাশকতামূলক ও রাষ্ট্রবিরোধী কার্যক্রম কঠোর হস্তে দমনে র‌্যাব -১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প দৃঢ় প্রতিজ্ঞ এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।


⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top