খালেদা জিয়াকে বারংবার মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে বিএনপি

S M Ashraful Azom
0
খালেদা জিয়াকে বারংবার মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে বিএনপি
সেবা ডেস্ক: বেগম খালেদা জিয়াকে দুনিয়া থেকে সরিয়ে দিতে সরকার নতুন ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (২৭ মে) রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এদিকে রিজভী আহমেদের এমন অভিযোগের কড়া সমালোচনা করেছেন ক্ষমতাসীন দলের দুজন রাজনীতিবিদ। গুরুতর অপরাধের কারণে আইনি প্রক্রিয়ায় পরাস্ত বিএনপি নেতারা ভিন্ন কৌশলে বেগম জিয়াকে মুক্ত করতে মিথ্যাচার করছেন বলেও মনে করেন তারা।

এই বিষয়ে তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি যে মিথ্যাচারী ও গুজবকারীদের দল সেটি আবারও প্রমাণ করলেন রিজভী আহমেদ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সর্বোচ্চ চিকিৎসা দেয়া হচ্ছে বেগম জিয়াকে। তার কিছু অসুখ পুরাতন। যার কারণে বেগম জিয়ার সুস্থ হতে কিছুটা সময় লাগছে। আমি যত দূর জানি তিনি, সুস্থ আছেন-রোজা রাখছেন।

তিনি আরো বলেন, বিশেষজ্ঞদের পরামর্শে বিএনপি নেত্রীকে সুচিকিৎসা দেয়া হচ্ছে। বিএসএমএমইউ’তে ব্যয়বহুল বেসরকারি হাসপাতালগুলোর চেয়ে ভালো চিকিৎসা দেয়া হয়। তাই বেসরকারি হাসপাতালে চিকিৎসার নামে বিএনপি যে দাবি করছে তা কেবল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

বিষয়টিকে ভিন্নভাবে ব্যাখ্যা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেন, রিজভী আহমেদরা কথায় কথায় বেগম জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দেন। বয়স বাড়লে তো মানুষের শারীরিক সমস্যা হবেই, এটা স্বাভাবিক প্রক্রিয়া। আজকে বেগম জিয়ার অসুস্থতার নামে মিথ্যাচার করছে বিএনপি। অথচ অন্যায়-অপকর্ম করার সময় কই ছিল তাদের জেল-জরিমানার ভয়?

তিনি আরো বলেন, বেগম জিয়ার মুক্তি বিচার বিভাগের সিদ্ধান্তের উপর নির্ভরশীল। বিএনপির আইনজীবীরা অলস ও বুদ্ধিহীন তাই জামিনের ব্যবস্থা করতে পারছেন না। আদালত ও রাজপথে পরাস্ত বিএনপি এখন মিথ্যাচার করে বেগম জিয়াকে মুক্ত করতে ব্যস্ত হয়ে পড়েছে।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top