সেবা ডেস্ক: আজ ২৮ মে মঙ্গলবার দুপুরে জামালপুর ফৌজদারী মোড় এলাকায় সাব-রেজিস্ট্রি অফিসে জাল দলিলের তথ্য সংগ্রহকালে দলিল লেখকদের হামলার শিকার হয়েছেন কালের কন্ঠের জামালপুর জেলা প্রতিনিধি মোস্তফা মনজু ।
স্ট্যাম্প ভেন্ডার পৌর কাউন্সিলর হাসানুজ্জামান খান রুনুর নেতৃত্বে হামলাকারিরা সাংবাদিক মোস্তফা মনজুকে বেধড়ক মারধর করেছে।
সাংবাদিক মোস্তফা মনজু জানান, শহরের দেওয়ান পাড়া এলাকার রফিকুল ইসলামের পৌনে ৩ শতাংশ জমি দলিল লেখক হাবিবুর রহমান জাল দলিল করতে জাল খারিজ, জাল খতিয়ানসহ কাগজপত্র সদর সাব-রেজিস্ট্রি অফিসে জমা দিলে সাব-রেজিস্ট্রার সাখাওয়াত হোসেন জব্দ করেন।
এ বিষয়ে জাল দলিলকারী অভিযুক্ত দলিল লেখক হাবিবুর রহমানের বক্তব্য নিতে গেলে তার ভাই স্ট্যাম্প ভেন্ডার ও পৌর কাউন্সিলর হাসানুজ্জামান খান রুনুর নেতৃত্বে ১০/১২ জন দলিল লেখক অর্তকিত হামলা চালায়।
পরে তাকে উপস্থিত সাংবাদিক ও লোকজন হামলাকারীদের হাত থেকে উদ্ধার করে।
জামালপুর সাব-রেজিস্ট্রি অফিস দলিল লেখক সমিতির সভাপতি জাহিদুল হক সেলিম জানান, সাংবাদিকের উপর হামলার ঘটনা শুনেছি। ঘটনাটি খুবই ন্যাকারজনক হয়েছে।
জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান সাংবাদিক মোস্তফা মনজু উপর হামলাকারী স্ট্যাম্প ভেন্ডার ও কাউন্সিলর হাসানুজ্জামান খান রুনুসহ জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।