বগুড়া -৬ উপ নির্বাচনে বৈধ প্রার্থী ৮, ৩ জনের মনোনয়ন বাতিল

S M Ashraful Azom
0
বগুড়া -৬ উপ নির্বাচনে বৈধ প্রার্থী ৮, ৩ জনের মনোনয়ন বাতিল
নিজস্ব প্রতিবেদক, বগুড়া: বগুড়া-৬ (সদর) শূন্য আসনে উপ নির্বাচনে বিএনপির প্রাথমিক মনোনীত ৩ প্রার্থীর মধ্যে একজনসহ মোট তিনজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

সোমবার সকাল ১০টায় প্রার্থী ও তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে উপ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ্ যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্র দাখিলকারী ১১ জনের মধ্যে ৮ জনের প্রার্থীতা বৈধ বলে ঘোষণা করেন।

যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা হলেন- বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত বগুড়া পৌর মেয়র ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, স্বতন্ত্র প্রার্থী মো. জাফর আলী ও আবুল হাসান।

জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, পৌরসভার মেয়রের পদ থেকে পদত্যাগ না করায় বিএনপি মনোনীত অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এছাড়া দুই স্বতন্ত্র প্রার্থী জাফর আলী ও আবুল হাসান মোট ভোটারের এক শতাংশ যে স্বাক্ষর জমা দিয়েছিলেন সেখানে গড়মিল থাকার কারণে তাঁদের দু’জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

যাচাই-বাছাই শেষে যে ৮ জনের প্রার্থীতা বৈধ বলে ঘোষণা করা হয়েছে তারা হলেন-আওয়ামী লীগ মনোনীত এসএম টি জামান নিকেতা, জাতীয় পার্টি মনোনীত নুরুল ইসলাম ওমর, বাংলাদেশ কংগ্রেসের মনসুর রহমান, বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজ, একই দলের রেজাউল করিম বাদশা, বাংলাদেশ মুসলিম লীগের রফিকুল ইসলাম এবং দুইজন স্বতন্ত্র প্রার্থী যথাক্রমে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠু ও ব্যবসায়ী মিনহাজ মন্ডল।

বগুড়া-৬ (সদর) আসনের সাংসদ নির্বাচিত হয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথগ্রহণ না করায় গত ৩০ এপ্রিল আসনটি শূন্য ঘোষণা করা হয়। এরপর গত ৮ মে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। তাতে ২৩ মে পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের সময়-সীমা বেঁধে দেওয়া হয়। ওইদিন পর্যন্ত মোট ১১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

রিটার্নিং অফিসার মাহবুব আলম শাহ্ জানান, আগামী ৩ জুন প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। এরপর ৪জুন প্রতীক বরাদ্দ শেষে আগামী ২৪ জুন ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) বগুড়ার এই আসনের ভোট গ্রহণ করা হবে।


⇘সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top