কাজিপুর প্রতিনিধি: কাজিপুরে দোকানের সিসিটিভি ফুটেজ দেখে চোর সনাক্ত করে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার সকালে এসআই রফিকুল ইসলাম ইসলাম চারজন চোরকে আটক করেছে।
থানাসূত্রে জানা গেছে গত ২৪ এপ্রিল কাজিপুরের সোনামুখী দুলাল ভ্যাারাইটি এন্ড ইলেকট্রোনিক্স এর দোকানে চুরি হয়। চোরেরা মোবাইল ফোনসহ দুই লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। দোকান মালিক দুলাল মিয়া থানায় অভিযোগ দাখিল করেন। এরপর দোকানে থাকা সিসিটিভি ফুটেজ দেখে ওই দোকানে মালামাল সরবরাহকারি সোহান ফুডস এর মনির হোসেন (২১) এবং শাহিন আলম(২৩) নামের দুই কর্মচারীকে আটক করে। তাদের বাড়ি বগুড়া জেলার ধুনট উপজেলায়। এরপর তাদের দেয়া তথ্যমতে ভ্যান চালক কাজিপুরের রৌহাবাড়ি গ্রামের রফিকুল ইসলাম(২৮) ও শামীম মিয়া(২৫) কে আটক করেছে। কাজিপুর থানার ওসি তদন্ত গৌতম চন্দ্র মালী জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
⇘সংবাদদাতা: কাজিপুর প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।