ঠাকুরগাঁওয়ে কৃষকদের নিয়ে বিএডিসির মাঠ দিবস

S M Ashraful Azom
0
ঠাকুরগাঁওয়ে কৃষকদের নিয়ে বিএডিসির মাঠ দিবস
হাসান বাপ্পি, ঠাকুরগাঁও প্রতিনিধি : ভুট্টা বীজ ফসলের প্রদর্শনী প্লটের ফলন যাচাইয়ের নিমিত্তে ঠাকুরগাঁওয়ে ভুট্টার কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে ঠাকুরগাঁও বিএডিসির শিবগঞ্জ শাখার আয়োজনে সদর উপজেলার রামপুর গ্রামে এ মাঠ দিবসটি অনুষ্ঠিত হয়।
BADC Ground Day with farmers in Thakurgaon
বিএডিসি  শিবগঞ্জের উপ-পরিচালক (বীউ) তাজুল ইসলামের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএডিসি ঠাকুরগাঁওয়ের উপ-পরিচালক (আলু বীজ) উৎপল কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএডিসি ঠাকুরগাঁওয়ের উপ-পরিচালক ( বীপ্রকে) মিজানুর রহমান। মাঠ দিবসটি সঞ্চালনা করেন শ্যামল চন্দ্র দেবনাথ।
BADC Ground Day with farmers in Thakurgaon
উল্লেখ্য, এ মাঠ দিবসে রামপুর এলাকার কৃষকদের উৎপাদিত সাউ হাইব্রিড ভুট্টা -১ ও সাউ হাইব্রিড ভুট্টা - ২ এ জাতগুলিকে বারি হাইব্রিড ভুট্টা- ৯ এর সাথে তুলনা করে তাদের ফলনের পার্থক্যের হিসেব নির্ধারন করা হয়। এতে সাউ হাইব্রিড ভুট্টা -১ প্রতি ৫০ শতকে ৩৩৫৬ কেজি এবং সাউ হাইব্রিড ভুট্টা -২ প্রতি ৫০ শতকে ৩০৪৩ কেজির ফলন পাওয়া যায়।


⇘সংবাদদাতা: হাসান বাপ্পি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top