জেলা প্রতিনিধি, গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পাথর বোঝাই ট্রাকচাপায় সুমি আক্তার (১৪) নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। এসময় সহপাঠী শাহানা (১৪) নামে আরও একজন আহত হয়েছে।
বুধবার সকাল ৭টার দিকে ওই উপজেলার সোনারায় ইউনিয়নের ছাইতানতলা শাখামারা ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত সুমি আক্তার ওই ইউনিয়নের রামভদ্র জানেরপাড় গ্রামের আব্দুল গণির মেয়ে। আহত শাহানা একই গ্রামের শাহ আলমের মেয়ে। তারা দুজনই স্থানীয় মনমোহনী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। পাথর বোঝাই ট্রাকটি উপজেলার বামনডাঙ্গা হয়ে সুন্দরগঞ্জ শহরে আসছিল। সকালে সুমি ও শাহানা বাড়ি থেকে বাইসাইকেল যোগে নজরুল প্রিক্যাডেট কোচিং সেন্টারে প্রাইভেট পড়ার জন্য রওনা করে। সুমি সাইকেল চালাচ্ছিল ও সহপাঠী শাহানা পিছনে বসে ছিল। পাথর বোঝাই ট্রাকটি উপজেলার সোনারায় ইউনিয়নের ছাইতানতলা শাখামারা ব্রীজ এলাকায় বাইসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাইসাইকেল চালক সুমি আক্তার নিহত হয়।
আহত শাহানাকে উদ্ধার করে স্থানিয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আব্দুস সোবাহান বলেন, সুন্দরগঞ্জ ফায়ার স্টেশনের সামনে ট্রাকটি রেখে চালক ও হেলপার পালিয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা থানায় নেয়া হয়েছে। এই দুর্ঘটনায় থানায় মামলা হয়েছে। নিহত সুমির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
⇘সংবাদদাতা: জেলা প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।