জাতীয় প্রাথমিক শিক্ষামেলায় জেলা পর্যায়ে বাঁশখালীর প্রথম স্থান অর্জন

S M Ashraful Azom
0
জাতীয় প্রাথমিক শিক্ষামেলায় জেলা পর্যায়ে বাঁশখালীর প্রথম স্থান অর্জন
শিব্বির আহমদ রানা, চট্টগ্রাম প্রতিনিধি: জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের শিক্ষামেলা উপজেলা পর্বের যাচাইবাছাই শেষে প্রাথমিক শিক্ষা মেলা-২০১৯ এ চট্টগ্রাম জেলার ২০টি উপজেলা /থানা নিয়ে আয়োজন হয়। এই মেলা চট্টগ্রাম পিটি আই মাঠে দুই দিন ব্যাপী অনুষ্ঠিত হয়। এই মেলায় বাঁশখালী ১ম স্থান, রাংগুনিয়া ২য় ও কোতোয়ালী ৩য় স্থান অধিকার করে।

উল্লেখ্য, বাঁশখালী উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের শিক্ষামেলায় বাঁশখালী উপজেলার ১৫৯টি প্রাথমিক বিদ্যালয় ৭ভাগে বিভক্ত হয়ে (রায়ছটা, চাঁদপুর, কালীপুর-বৈলছড়ি, বাহারছড়া, উপজেলা সদর, চাম্বল, নাপোড়া-শেখেরখীল) আলাদা আলাদা ক্লাস্টার গঠন করে মেলায় তাদের নানা চিত্র প্রদর্শন করেন। গত রবিবার (১৭ মার্চ) বাঁশখালী উপজেলার শিক্ষা মেলার ফলাফল ঘোষণা করছেন উপজেলা শিক্ষা অফিসার কে.এম মোসতাক আহমেদ। এতে চাঁদপুর ও সদর যুগ্নভাবে ১ম স্থান, চাম্বল ২য় স্থান ওবাহারছড়া ৩য় স্থান অর্জন করে।

গত মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যা ৭টায় জেলা পর্যায়ে মেলার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসরিন সুলতানার সভাপতিত্বে ও সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হৃষিকেশ শীলের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৯ উদযাপন উপলক্ষে “প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নত জীবনের ভিত্তি”-এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চট্টগ্রাম নগরীর পিটিআই মাঠে অনুষ্ঠিত দুই দিন ব্যাপী শিক্ষা মেলা সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক মো. সুলতান মিয়া, বিশেষ অতিথি ছিলেন পিটিআই সুপার আলহাজ্ব কামরুন নাহার ও সহকারী সুপার রওশন আরা। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. জহির উদ্দিন চৌধুরী, প্রাথমিক শিক্ষা বিভাগের শিক্ষা অফিসার মো. মামুন কবির ও শিক্ষা অফিসার তাপস কুমার পাল।

শিক্ষা মেলার সমাপনী অনুষ্ঠানে নগরীর ও জেলার বিভিন্ন থানা/ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারী শিক্ষা অফিসার, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও শিক্ষা অফিসার কর্মচারীরা উপস্থিত ছিলেন । শেষে বিচারকদের নিরপেক্ষ বিচারে উপকরণে শিক্ষা মেলায় শ্রেষ্ঠ স্টল প্রধান/প্রতিনিধিদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি প্রাথমিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মো. সুলতান মিয়া।

এবারের শিক্ষা মেলায় বাঁশখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস-প্রথম, রাঙ্গুনিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস-দ্বিতীয় ও নগরীর কোতোয়ালী থানা প্রাথমিক শিক্ষা অফিস-তৃতীয় স্থান অর্জন করেন। এছাড়া মেলায় অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষা-থানা কর্মকর্তাদের মাঝে শান্তনা পুরস্কার দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথিকে সম্মাননা উপহার তুলে দেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসরিন সুলতানা। সমাপনী অনুষ্ঠানের পূর্বে বিভিন্ন থানা/উপজেলা প্রাথমিক অফিসের পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

উপজেলা শিক্ষা অফিসার কে.এম মোসতাক আহমেদ বাঁশখালী উপজেলা শিক্ষা অফিস প্রথম স্থান অধিকার অর্জন করায় তিনি বলেন, "আমার বাঁশখালী শিক্ষা মেলায় চট্টগ্রাম জেলার ২০টি উপজেলা/থানার মধ্যে প্রথম হয়েছে।" তাছাড়া তিনি ধন্যবাদ জানিয়ে বলেন "আমার প্রিয় শিক্ষক ও সহকর্মীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।"


⇘সংবাদদাতা: শিব্বির আহমদ রানা
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top