রৌমারীতে অগ্নিকান্ডে গরুসহ ২০লক্ষাধীক টাকার মালামাল ভষ্মিভুত

S M Ashraful Azom
0
রৌমারীতে অগ্নিকান্ডে গরুসহ ২০লক্ষাধীক টাকার মালামাল ভষ্মিভুত
শফিকুল ইসলাম, রৌমারী প্রতিনিধি: অগ্নিকান্ডে গরু,ঘর,নগদ টাকা ও অন্যান্য মালামালসহ প্রায় ২০লক্ষাধীক টাকার মালামাল ভুস্মিভুত হয়েছে। ১৮মার্চ (সোমবার) ভোর রাতে কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের বাইমমারী গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবার বর্তমান খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন।

পারিবারিক ও প্রত্যেক্ষদর্শি জানান, ভোররাতে ফুল মিয়ার গোয়ালঘর থেকে আগুনের শিখা বের হয় এবং পুড়ে যাওয়ার শব্দ শুনতে পেয়ে বাড়ির লোকজন জেগে উঠে। এছাড়াও ঘরে রাখা গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে তা বিস্ফোরিত হয়ে মহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

এতে বাইমমারী গ্রামের আমিনুল ইসলামের নগদ ৪লাখ টাকা,বসতঘর, আসবাবপত্র, ছক্কু মিয়ার ৩টি গরু ও বসতঘর, ফুল মিয়ার ৪টি গরু ও বসতঘর পুড়ে ছাই হয়। এছাড়াও আগুন থেকে রক্ষা পেতে মোহাম্মদ আলীর ২টি বসতঘরসহ আশপাশের কয়েকটি টিনশেড ঘর ভেঙে ফেলা হয়েছে। পরে এলাকাবাসির সহায়তায় ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

যাদুরচর ইউপি চেয়ারম্যান সরবেশ আলী জানান, ফুল মিয়ার গোয়াল ঘরের মশা তাড়ানোর কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে শুনেছি।

রৌমারী থানার ওসি আবু মোহাম্মদ দিলওয়ার হাসান ইনাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ৯টি বসতঘর, ৭টি গরুসহ প্রায় ২০লাখ টাকার মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়।


⇘সংবাদদাতা: শফিকুল ইসলাম

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top