আনছার আলী, মধুপুর: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মধুপুরে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্র নেতা শরীফ আহমেদ নাসির।
শরীফ আহমেদ নাসির মধুপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। তিনি আ’লীগের মনোনয়ন প্রত্যাশায় মধুপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম এলাকা থেকে শুরু করে শহরে অলিগলি পর্যন্ত চষে বেড়াচ্ছেন। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত জনসংযোগ করে যাচ্ছেন। যোগ দিচ্ছেন নানা রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে।
অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি সক্রিয় অংশগ্রহনের মধ্য দিয়ে ভোটার ও দলীয় নেতা কর্মীদের মন জয় করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। খাতনা, বিয়ে, শ্রাদ্ধসহ নানা আমন্ত্রনে ছুটে যাচ্ছেন। কয়েক বছর আগে থেকে নববর্ষ, পহেলা বৈশাখ, স্বাধীনতা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে ভোটার ও দলীয় নেতা কর্মীদের শুভেচ্ছা জানিয়ে বিল বোর্ড ও পোস্টার দিয়ে নিজের প্রার্থীতার কথা জানান দেন। সরব হয়ে মাঠে ঘুরে বেড়ান।
প্রতিদিন ভোর থেকে বের হয়ে বিভিন্ন হাট বাজার গ্রাম ও শহরে শুভেচ্ছা বিনিময় করে যাচ্ছেন। এ ছাড়াও মোবাইল ফোনে দলীয় নেতা কর্মীদের সাথে যোগাযোগ করে যাচ্ছেন। তিনি জানান, তিনি ছাত্রলীগের সভাপতি থাকাকালীন সময়ে ছাত্রলীগকে মধুপুরে সুসংগঠিত করেছেন। বিভিন্ন কর্মসূচিতে মিছিল মিটিং করেছেন। বিভিন্ন শাখা কমিটি গুলো করেছেন।
তিনি আরোও জানান, আওয়ামীলীগ তাকে দলীয় মনোনয়ন দিলে তিনি নির্বাচিত হতে পারবেন এমনটায় আশা তার। নির্বাচিত হতে পারলে তারুণ্য দিপ্ত পরিষদ গড়ে তুলবেন। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ঘুষ, দুর্নীতি বিরুদ্ধে আপোষহীন থাকবেন। যুব সমাজকে এগিয়ে নিয়ে যাবেন। এমনটায় প্রত্যাশার কথা জানালেন তিনি।
⇘সংবাদদাতা: আনছার আলী
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।