ধুনট প্রতিনিধি: বগুড়ার ধুনটে চেক জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী উপজেলা সেচ্ছাসেবকলীগের সাবেক সাধারন সম্পাদক কামরুল হাসান আনছারিকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
কামরুল হাসান আনছারি উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের পাঁচথুপি জাঙ্গালপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। মঙ্গলবার বিকেল ৩টার দিকে ধুনট শহরের জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মন্তাজ আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, কামরুল হাসান আনছারির বিরুদ্ধে ২০১৭ সালে বগুড়া আদালতে চেক চালিয়াতির অভিযোগে একটি মামলা দায়ের হয়। ওই মামলায় বিচারক ৫ ফেব্রুয়ারি কামরুল হাসানের বিরুদ্ধে ২ মাসের কারাদন্ড এবং ১ লাখ ৩০ হাজার টাকা অর্থদন্ডের আদেশ দেন।
মামলার রায় ঘোষনার পর থেকে পলাতক থাকায় কামরুল হাসানের বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আদালতের গ্রেপ্তারি পরোয়ানামূলে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
⇘সংবাদদাতা: ধুনট প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।