রফিকুল আলম, ধুনট: বগুড়ার ধুনট উপজেলায় মাদরাসায় পড়ুয়া এক তরুনীকে ধর্ষণের অভিযোগে কলেজ ছাত্র মুক্তার হোসেন ওরফে মনিরুজ্জামানকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১১টার দিকে ধুনট থানা থেকে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার চিকাশি ইউনিয়নের ঝিনাই ফাজিল ডিগ্রী মাদরাসায় অষ্টম শ্রেণীতে লেখাপড়া করে স্থানীয় গ্রামের এক তরুনী। পার্শ্ববতী ঝিনাই গ্রামের মাসুম প্রামানিকের ছেলে মুক্তার হোসেন ওরফে মনিরুজ্জামান মেয়েটিকে মাদরাসায় যাতায়াতের পথে উত্যক্ত করতো। মেয়েটির পরিবারের পক্ষ থেকে এ বিষয়টি মুক্তারের অভিভাবকদের জানানো হয়। কিন্ত এতে কোন কাজ হয়নি। বিয়ের প্রলোভনে মুক্তার হোসেন মেয়েটির সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।
এ অবস্থায় ২৩ জানুয়ারী রাত সাড়ে ১১টার দিকে প্রেমিক মুক্তার হোসেন প্রেমিকার বাড়িতে গিয়ে পড়ার কক্ষে ঢুকে মেয়েটিকে ধর্ষণ করতে থাকে। এ সময় মেয়েটির চিৎকারে পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌছলে মুক্তার হোসেন কৌশলে পালিয়ে যায়।
এ ঘটনায় মেয়েটির ভাই বাদী হয়ে মুক্তার হোসেনের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা দায়ের করে। মামলার পর অভিযান চালিয়ে সোমবার রাতে ঝিনাই এলাকা থেকে মুক্তার হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার কলেজ ছাত্র মুক্তার হোসেন ওরফে মনিরুজ্জামান জানায়, সাজানো ধর্ষণের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার সাথে সে জড়িত নয় বলে দাবী করে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, ধর্ষণের অভিযোগে মুক্তার হোসেন ওরফে মনিরুজ্জামানকে (২৩) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।
⇘সংবাদদাতা: রফিকুল আলম
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।