
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর।। জামালপুরে ইসলামপুরে নির্বাচনী সহিংসতায় নিহতের ঘটনায় বিএনপির ২০ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন বিজ্ঞ আদালত।
জানা গেছে, গত ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে ইসলামপুরের গোয়ালেরচর প্রাইমারি স্কুল ভোট কেন্দ্রে বিএনপি নেতাকর্মীরা হামলা চালায়। এতে আব্দুর রাজ্জাক (৩০) নামের এক আওয়ামী লীগ সমর্থক নিহত হয়।
পরে নিহতের ছোট ভাই আব্দুর আজিজ বাদী হয়ে ২ জানুয়ারি স্থানীয় বিএনপির ৪৬ নেতাকর্মীকে আসামি করে ইসলামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
সোমবার আসামিরা জামালপুর আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত ৪৬ জনের মধ্যে ২০ জনের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
⇘সংবাদদাতা: লিয়াকত হোসাইন লায়ন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।