সাদুল্যাপুর প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্যাপুর-তুলসিঘাট পাকা রাস্তার ইসবপুর নামকস্থানে ডাকাত ধরতে গিয়ে ২ পুলিশ সদস্য আহত হয়েছেন। এসময় পুলিশের গুলিতে ডাকাত সর্দার সামিউল ইসলাম আহত হয়েছে। তাকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্ত্তি করানো হয়েছে। ওই স্পটটিতে দীর্ঘদিন ধরে রাতের আধাঁরে ডাকাতি সংঘটিত হতো।
থানা সুত্র জানায় রোববার রাতে ইসবপুর গ্রামের ওই স্পটে ডাকাতির প্রস্তুতির গোপন সংবাদ পেয়ে টহলরত পুলিশ ডাকাত দলকে ধরার চেষ্টা করে। এসময় ডাকাত দলের হামলায় সাদুল্যাপুর থানার এসআই বেলাল হোসেন ও কনষ্টেবল মোজাফ্ফর হোসেন আহত হয়। পরে পুলিশ গুলি চালালে ডাকাত দলের সর্দার সামিউল ইসলাম গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে প্রথমে সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্ত্তি করানো হয়েছে। আহত দুই পুলিশ সদস্য সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
সাদুল্যাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এমরানুল কবির জানান ঘটনাস্থল থেকে পুলিশ ডাকাত দলের ফেলে যাওয়া দুটি হাসুয়া, একটি ছোড়া, একটি লম্বা রশি ও মানকি টুপি উদ্ধার করেছে। পুলিশ রাতে ওই উক্ত স্থানে ৭ রাউন্ড শর্টগানের গুলি এবং ২ রাউন্ড ব্লাক সাউন্ড গুলি ছুড়েছে।
সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হক জানান এনিয়ে পুলিশের এসআই আমজাদ হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। তিনি বলেন ডাকাত সর্দার সামিউল ইসলাম (৩৮) সাদুল্যাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পূর্ব ফুলবাড়ী গ্রামের মৃত কবেজ উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে চুড়ি, ডাকাতি ও মাদক সংক্রান্তে ৭ টি মামলা আছে।
⇘সংবাদদাতা: সাদুল্যাপুর প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।