ভ্যান চালকের মেয়ের পিইসি পরীক্ষায় সাফল্য অর্জন

S M Ashraful Azom
0

ভ্যান চালকের মেয়ের পিইসি পরীক্ষায় সাফল্য অর্জন
রৌমারী প্রতিনিধি : ভ্যানচালক এশা আলীর মেয়ে মোছা. রশিকা পারভীন পিইসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। কুড়িগ্রামের রৌমারী উপজেলাধীন মন্ডলপাড়া শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যায়ল থেকে পিইসি পরীক্ষা দিয়ে এ সাফল্য অর্জন করে। এ বিদ্যালয় থেকে এবারে পরীক্ষায় ৩জন জিপিএ-৫ পেয়েছে। অপর দুই জন হচ্ছে মো. হযরত আলীর মেয়ে মোছা. রোজিনা খাতুন ও কৃষক মো. রাজু আহমেদের ছেলে শরিফুল ইসলাম।

মন্ডলপাড়া শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. রুমা খাতুন জানান, শিশু কল্যাণ বিদ্যালয় থেকে ২০১৮ সালে মোট ১২জন শিক্ষার্থী পিইসি পরীক্ষায় অংশ গ্রহণ করে। এ বিদ্যালয় থেকে সবাই পাশ করলেও ৩জন শিক্ষার্থী জিপিএ-৫অর্জন করেছে। এদের মধ্যে অতি-দরিদ্র পরিবারের সন্তান রশিকা খাতুন। তার পিতা একজন ভ্যান চালক। মায়ের নাম মোছা. সাজেদা খাতুন সে গৃহীনির কাজ করেন। রশিকা খাতুনও অন্যের বাড়িতে কাজ করত। কাজের ফাকে ফাকে সে তার পড়ার টেবিলে বসত। রাত জেগে রশিকা লেখাপড়া করত। কাজের বিনিময় যে অর্থ পেত তা দিয়ে লেখাপড়ার খরচ ব্যয় করত। তবে রশিকার মা মোছা. সাজেদা ও তার বাবা এশা আলী মেয়ের লেখাপড়ার জন্য সবসময়ে উৎসাহিত করে আসতে।

রশিকার বাবা এশা আলী বলেন, আমি মেয়ের ঠিকমতো খরচ দিতে না পারায় সে অন্যের বাড়িতে ঝিয়ের কাজ যে অর্থ পাইত তা দিয়ে সে লেখাপড়ার খরচ যোগাত। রশিকা খাতুন রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় ভর্তির সযোগ পেয়েছে।

রৌমারী মন্ডলপাড়া শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যারয়টি ঝড়ে পড়া শিশু ও সমাজের দরিদ্র পরিবারের সন্তানদের নিয়ে গড়ে উঠে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, রৌমারী উপজেলায় রৌমারী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় ও বাংলাদেশ ব্যাংক আর্থিক সহযোগিতায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিচালনায় আনন্দ স্কুলের শিক্ষারমান অনেক ভালো। ঐ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. হারুন অর রশিদ তুহিন জানান, এ বিদ্যালয় থেকে ৩জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এই তিন শিক্ষার্থীকে শিশু কল্যাণ ট্রাষ্ট থেকে দশম শ্রেণী পর্যন্ত পর্যায়েক্রমে ৮৪হাজার টাকা উপবৃত্তি পাবে।

⇘সংবাদদাতা: রৌমারী প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top