নতুন সরকারে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

S M Ashraful Azom
0
নতুন সরকারে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন
সেবা ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মন্ত্রী হিসেবে শপথ নেয়ার জন্য মন্ত্রিপরিষদ থেকে ফোন পেতে শুরু করেছেন মন্ত্রিসভায় স্থান পাওয়া সদস্যরা। এবারের মন্ত্রিসভায় ৪৬ জন স্থান পেয়েছেন।

কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন?:

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে। ড. আব্দুর রাজ্জাক পেয়েছেন কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে বহাল রয়েছেন আসাদুজ্জামান খাঁন কামাল। তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ড. হাছান মাহমুদকে। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আ হ ম মোস্তফা কামাল। গতবার তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। আইন মন্ত্রণালয় আনিসুল হক, এলজিআরডি তাজুল ইসলাম, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন দীপু মনি। মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। জাহেদ মালেক স্বপন- স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আব্দুল মোমেন। পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এম এ মান্নানকে। তিনি গতবার অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। শিল্পমন্ত্রী হলেন নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন গোলাম দস্তগীর গাজী। শ ম রেজাউল করিম-গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী।

এছাড়া খাদ্য মন্ত্রণালয় সাধন চন্দ্র মজুমদার, নুরুজ্জামান আহমেদ- সমাজকল্যাণমন্ত্রী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় বীর বাহাদুর, রেলপথ মন্ত্রণালয় নুরুল ইসলাম সুজন, শাহাব উদ্দিন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী, ভূমি মন্ত্রণালয় সাইফুজ্জামান চৌধুরী, টিপু মুনশি- বাণিজ্যমন্ত্রী, বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় ইয়াফেস ওসমান (টেকনোক্র্যাট), ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে মোস্তফা জব্বারকে (টেকনোক্র্যাট)।

প্রতিমন্ত্রী হলেন যারা: 

শাহরিয়ার আলম (পররাষ্ট্র মন্ত্রণালয়), জাকির হোসেন (প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়), কামাল আহমেদ মজুমদার (শিল্প মন্ত্রণালয়), নসরুল হামিদ বিপু (বিদ্যুৎ মন্ত্রণালয়), আশরাফ আলী খান খসরু (মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়), ইমরান আহমেদ (প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়), জাহিদ আহসান রাসেল (যুব ও ক্রীড়া মন্ত্রণালয়), মুন্নুজান সুফিয়ান (শ্রম মন্ত্রণালয়), খালিদ মাহমুদ চৌধুরী (নৌপরিবহন মন্ত্রণালয়), জুনাইদ আহমদ পলক (আইসিটি মন্ত্রণালয়), স্বপন ভট্টাচার্য (এলজিআরডি মন্ত্রণালায়), মাহবুব আলী (বিমান ও পর্যটন মন্ত্রণালয়), শেখ মো. আব্দুল্লাহ (ধর্ম মন্ত্রণালয়), ফরহাদ হোসেন (জনপ্রশাসন মন্ত্রণালয়), জাহিদ ফারুক (পানিসম্পদ মন্ত্রণালয়), মুরাদ হাসান (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়), শরিফ আহমেদ (সমাজকল্যাণ মন্ত্রণালয়), কে এম খালিদ (সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়), ডা. এনামুর রহমান (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়)।

উপমন্ত্রী হলেন যারা: 

পরিবেশ ও বন বিষয়ক উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, পানি সম্পদ বিষয়ক উপমন্ত্রী এনামুল হক শামীম, শিক্ষা বিষয়ক উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top