রৌমারী প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারীতে নব-নির্বাচিত সংসদ সদস্য মো.জাকির হোসেনকে কুড়িগ্রাম-৪ আসনে মন্ত্রীসভায় অন্তর্ভুক্তির দাবীতে মানববন্ধন ও নাগরিক সমাবেশ করেছে এলাকাবাসি। ৬জানুয়ারী (রবিবার) ১১টার সময় রৌমারী উপজেলার এলাকাবাসির উদ্যোগে মুক্তিযোদ্ধা সংসদ চত্তর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ গেট সংলগ্ন ডিসি রাস্তায় মানববন্ধনে অংশ গ্রহন করে।
এ মানববন্ধনে অংশ নেয় সরকারি, বেসরকারী স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার সাধারন জনগণ ও সর্বস্তরের পেশাজীবিসহ প্রায় ১০হাজার মানুষ।
মানববন্ধন অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এন আর জাহাঙ্গীর রবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. রেজাউল ইসলাম মিনু, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শেখ আব্দুল্লাহ, সাধারন সম্পাদক মো. রফিকুল ইসলাম, যুগ্ন সম্পাদক এসএমএ মতিন, রৌমারী গণকমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা খন্দকার মো. সামছুল আলম, সাধারন সম্পাদক শাহ আব্দুল মোমেন, আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মো. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক মো.মোস্তাফিজুর রহমান রবিন, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মো. আফজাল হোসেন বিপ্লব, উপজেলা যুবলীগের সভাপতি মো. হারুন অর রশিদ, রৌমারী ফাজিল মাদ্রাসার প্রভাষক মোছা. মাহমুদা আকতার স্মৃতি, রৌমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. শামিমা আকতার শিউলি, রাজিবপুর উপজেলার ছাত্রলীগের সভাপতি মো. সাইদুর রহমান, জেডএইচ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউদ দৌলা রাসেল, রৌমারী লাইফ লাইনের অর্গানাজেশনের সভাপতি মো. আকতার আহসান বাবু, শৌলমারী ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাবিল, রৌমারী সদর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু, বন্দবেড় ইউপি চেয়ারম্যান মো. কবীর, হোসেন, দাঁতভাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. সামছুল আলম মৌলভী, চরশৌলমারী ইউপি চেয়ারম্যান কেএম ফজলুল হক মন্ডল প্রমূখ। বক্তারা বলেন, ২৮,কুড়িগ্রাম-৪আসনে রৌমারী মুক্তাঞ্চলের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নব-নির্বাচিত সংসদ সদস্য মো. জাকির হোসেনকে মন্ত্রীসভায় অন্তর্ভুক্তি করার জোর দাবী জানানো হয়।
⇘সংবাদদাতা: রৌমারী প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।