শপথ নিলেন টাঙ্গাইলের নব নির্বাচিত ৮ সংসদ সদস্য

S M Ashraful Azom
0
শপথ নিলেন টাঙ্গাইলের নব নির্বাচিত ৮ সংসদ সদস্য
সেবা ডেস্ক: গত ৩০ ডিসেম্বর রোববার অনুষ্ঠিত হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী টাঙ্গাইলের আটটি আসনের আটজন সংসদ সদস্য শপথ বাক্য পাঠ করেছেন। আজ ৩ জানুয়ারী বৃহস্পতিবার জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমীন চৌথুরী নব-নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান।

টাঙ্গাইলে নির্বাচিত আটজন সংসদ সদস্যের মধ্যে চারজন প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে শপথ পাঠ করলেন। এরা হচ্ছেন, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসন থেকে বিজয়ী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুঞাপুর) আসন থেকে বিজয়ী জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনির, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসন থেকে বিজয়ী জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আহসানুল ইসলাম টিটু, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসন থেকে বিজয়ী জেলা আওয়ামী লীগের সদস্য আতাউর রহমান খান।

চতুর্থবারের মতো সংসদ সদস্য হিসেবে শপথ পাঠ করেছেন, টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের বিজয়ী বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মোঃ আব্দুর রাজ্জাক এবং টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে থেকে বিজয়ী মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি একাব্বর হোসেন।
দ্বিতীয় বারের মতো সংসদ সদস্য হিসেবে শপথ পাঠ করেছেন, টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে বিজয়ী টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছানোয়ার হোসেন এবং টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে বিজয়ী সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ ও সেচ্ছাসেবক লীগ নেতা হাসান ইমাম খান সোহেল হাজারী।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের আটটি আসনের আওয়ামী লীগ প্রার্র্থী নৌকা প্রতিকে বিপুল ভোটে বিজয়ী হন।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top