ভুঞাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে দিন দিন বাড়ছে লাউয়ের আবাদ। এক সময় এসব জমিতে ধানের আবাদ হতো। ধান আবাদে কৃষক লোকসানের মুখে পড়ে বিকল্প শস্য হিসেবে এ সবজির আবাদ করছেন। উপজেলার চরাঞ্চল ছাড়াও প্রায় প্রতিটি এলাকায় বেশ জনপ্রিয় হয়ে উঠছে লাউয়ের আবাদ। কেউ কেউ নিজেদের ভাগ্যের পরিবর্তনের আশাও করছেন লাউ চাষের মাধ্যমে।
জানা গেছে, ভূঞাপুরের বিস্তীর্ণ এলাকায় এক সময় ধান, পাটসহ বিভিন্ন শস্যের আবাদ হতো। গত কয়েক বছর যাবত ধান আবাদে মার খাচ্ছে কৃষক। উৎপাদন খরচও উঠে আসছে না তাদের। এ অবস্থায় বিকল্প হিসেবে এবার তারা আবাদ করছেন লাউ। ব্যাপক ফলন হওয়ায় লাভও ভাল পাচ্ছেন। উপজেলার বিভিন্ন এলাকায় অসংখ্য ছোট ছোট লাউয়ের মাচা দেখো যায়।
লাউ চাষী জানান ,আগামীতে আরও বেশি জমিতে লাউ আবাদের পরিকল্পনা চাষীদের। লাউ চাষের মাধ্যমে ভাগ্যের পরিবর্তন করতে চান তারা।
কৃষি বিভাগ লাউ চাষে কৃষকদের পোকা মাকড় দমনসহ নানা প্রযুক্তিগত সহায়তা দেয়ার কথা বলছে।
ভূঞাপুরের উপ-সহকারি কৃষি কর্মকর্তা আব্দুল মান্নান জানান , চলতি মৌসুমে ভূঞাপুরে প্রায় এক হাজার হেক্টর জমিতে লাউয়ের আবাদ করা হয়েছে।
⇘সংবাদদাতা: ভুঞাপুর প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।