ঘাটাইল প্রতিনিধি: আলোচিত টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে বিপুল ভোটে জয় পেয়েছেন কারাবন্ধী এমপি আমানুর রহমান খান রানার বাবা মহাজোট প্রার্থী আতাউর রহমান খান।
তিনি নৌকা প্রতীক নিয়ে ২লাখ ৪২ হাজার ৪৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার প্রতিদ্বন্ধী ঐক্যফন্ট্র তথা বিএনপি মনোনিত প্রার্থী লুৎফর রহমান খান আজাদ পেয়েছেন ৯ হাজার ১২ ভোট। তার বড় ভাই প্রয়াত শামসুর রহমান খান ছিলেন এ আসনের সাবেক এমপি এবং বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পপাদক।
এ আসনের এমপি আমানুর রহমান খান রানা টাঙ্গাইলের ফারুক হত্যা মামলায় অভিযুক্ত হয়ে কারাগারে থাকায় ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের মধ্যে দুটি বলয় সৃষ্টি হয় । একটি ছিল এমপি গ্রুপ অপরটি ছিল এমপি বিরাধী বলয়। এই সুযোগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এক ডজনের বেশী প্রার্থী আওয়ামীলীগের প্রার্থী হিসাবে নৌকার টিকেট পেতে মাঠে নামে। কিন্তু আওয়ামীলীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা অনেকটা চমক দেখিয়ে এ আসনে নৌকার টিকেট তুলে দেন এমপি আমানুর রহমান খান রানার বাবা সাবেক ব্যাংক কর্মকর্তা আতাউর রহমান খানকে।
মনোনয়ন পাওয়ার পর থেকেই স্থানীয় আওয়ামীলীগ তথা ঘাটাইলের রাজনীতিতে শুরু হয় নতুন মেরুকরণ। উপজেলা আওয়ামীলীগের সকল নেতাকর্মী ভেদাভেদ ভূলে গিয়ে নৌকার বিজয়ের লক্ষ্যে ঐক্যবন্ধ হয়ে মাঠে নামে। অপরদিকে নৌকার প্রার্থী আতাউর রহমান খানকে সমর্থন জানিয়ে বিএনপি সমর্থিত ইউনিয়ন পরিষদের বর্তমান ৪ ইউপি চেয়ারম্যান ও সাবেক দুই ইউপি চেয়ারম্যানসহ ৫ সহ¯্রাধিক বিএনপি নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেন। আতাউর রহমান খানের বিপুল ভোটে জয়ের ব্যাপারে তার নির্বাচন সমন্ময়কারী ও উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্মসম্পাদক শহিদুল ইসলাম হেস্টিংস বলেন। আতাউর রহমান খানের ছেলে এমপি আমানুর রহমান খান রানা ছিলেন এ আসনের গনমানুষের একজন জনপ্রিয় নেতা তার প্রতি মানুষের ভালবাসা এবং আতাউর রহমান খানের সততা নিষ্ঠা তার এই জয়ের পিছনে বড় ভূমিকা পালন করেছে।
⇘সংবাদদাতা: ঘাটাইল প্রতিনিধি
⇘সংবাদদাতা: ঘাটাইল প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।