বনানী কবরস্থান |
এর পর রোববার সকাল ১০ টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। সেখান থেকে তার মরদেহ নেওয়া হবে তার জন্মস্থান কিশোরগঞ্জে। হেলিকপ্টারে করে তার মরদেহ সরাসরি যাবে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম মাঠে। সেখানে তার দ্বিতীয় নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় তার দ্বিতীয় নামাজের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর তৃতীয় জানাজা দুপুর ২টায় ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাঁ মাঠে অনুষ্ঠিত হবে। তৃতীয় জানাজা শেষে তার লাশ সরাসরি ঢাকায় আনা হবে এবং বাদ আসর তার লাশ বনানী কবরস্থানে দাফন করা হবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার ৩ জানুয়ারি ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। কিশোরগঞ্জ সদর আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সৈয়দ আশরাফ। হাসপাতালে থেকেই গত রোববার অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে তিনি নির্বাচিত হন।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।