ভূঞাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসায় সর্বগ্রাসী মাদকের অপকারিতা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত মাদকের অপকারিতা বিষয়ক এ সেমিনারে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. ফয়জুল আমীন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, অত্র মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি, বিশিষ্ট মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান তুলা।
আলোচনায় অংশ নেন, ভাইস প্রিন্সিপাল মাওলানা শরাফত উল্লাহ, প্রভাষক আমিনুল ইসলামসহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
পরে সেমিনারের প্রধান অতিথি বাল্য বিয়ে ও ইভটিজিং নির্মূল এবং জঙ্গীমুক্ত দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষার্থীদের মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করান।
⇘সংবাদদাতা: ভূঞাপুর প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।