ইসলামপুর প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতায় নিহত রাজ্জাকের বৃহস্পতিবার সকালে দাফন সম্পন্ন হয়েছে।
উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের নিজবাড়ীতে আব্দুর রাজ্জাকের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে হত্যাকারীদের বিচারের দাবীতে জেলা আ‘লীগের সহ-সভাপতি জিয়াউল হক জিয়া,পলবান্ধা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন স্বাধীন,পৌর মেয়র আব্দুল কাদের শেখ, গাইবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকছুদুর রহমান আনসারী, ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন, গোয়ালের চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর-রশিদ, সহ স্থানীয় নেতৃবৃন্দ ও স্বজনরা বক্তব্য রাখেন। বক্তারা রাজ্জাকের হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে বিচারের দাবী জানান।
উল্লেখ্য, একাদশ সংসদ নির্বাচনের গোয়ালের চর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আ‘লীগ ও বিএনপির সমর্থকদের হামলায় হয়। এতে আব্দুর রাজ্জাক, আঃ জব্বার, শফিফুল, মজিবর রহমান ও শাহিন আহত হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে আব্দুর রাজ্জাক মারা যায়।
⇘সংবাদদাতা: ইসলামপুর প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।