রৌমারী প্রতিনিধি : কুড়িগ্রাম-৪আসনে মন্ত্রীর দাবীতে ছাত্রলীগ সংবাদ সম্মেলন করেছেন। শক্রবার সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগ অফিসে এ সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে মন্ত্রীর দাবীতে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা শাখার ছাত্রলীগের সভাপতি মো. সোহেল রানা। এ সমেয় আরো উপস্থিত ছিলেন, ছাত্রলীগের সহ-সভাপতি মো. নুর আলম, মো. মারুফ আহমেদ সিক্ত, মো. জাহিদ হাছান সুমন, ছাত্রলীগের সাবেক জেলা সদস্য মো. মেহেদী হাছন মিঠুন, স্কুল বিষয়ক সম্পাদক মো. রাফিউজ্জামান হৃদয়, সদস্য মো. নাজমুল হাছান জুয়েল, মো.রাশেল চৌধুরীসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, স্বাধীনতার ৪৭ বছর অতিবাহিত হলেও একাত্তরে এই মুক্তাঞ্চলে কোন মন্ত্রীত্ব পদ দেওয়া হয়নি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার কাছে বাংলাদেশ ছাত্রলীগের রৌমারী উপজেলা শাখার পক্ষ থেকে কুড়িগ্রাম-৪আসনে দ্বিতীয়বার সংসদ নির্বাচিত ও সফল সংসদ সদস্য মো.জাকির হোসেনকে নব-গঠিত মন্ত্রীসভায় অর্ন্তভুক্ত করে গর্বিত মুক্তাঞ্চল রৌমারী, রাজিবপুর ও চিলমারীর নির্বাচনী প্রতিশ্রুতি অনুয়ায়ী সার্বিক উন্নয়ন ও সেই সাথে দেশের উন্নয়নের অংশীদারিত্বে অবদান রাখার জন্য জোর দাবী জানানো হয়। প্রসঙ্গত, রৌমারী, রাজিবপুর ও চিলমারী উপজেলা নিয়ে গঠিত ২৮,কুড়িগ্রাম ৪ আসনে মো. জাকির হোসেন দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি ছাত্র জীবনে রাজনৈতিকের সাথে জড়িত। এক সময়ে তিনি ছাত্রলীগের কর্মী হিসেবে যোগদান করেন। সে সময় সরকারি ও বেসরকারি চাকুরী পেলেও তিনি দলের স্বার্থে তা ছেড়ে দিয়েছেন। তখন থেকেই জাকির হোসেন উপজেলা আওয়ামীলীগের সকল অঙ্গ-সংগঠনের সাথে একতা ঘোষনা করে দলের কাজ করে আসছেন। সেই সাথে এলাকার মানুষের মাঝে সুখে-দুখে অৎপরিত ভাবে জড়িত রয়েছেন। বিএনপি সরকারের আমলে তিনি শাররীক ও মানসিক ভাবে নির্যাতনের শিকার হয়েছেন। তবুও তিনি দল থেকে পিছ পা হননি। এলাকাবাসির দাবী জাকির হোসেনকে মন্ত্রীত্ব দেওয়া হউক।
⇘সংবাদদাতা: রৌমারী প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।