টাঙ্গাইল প্রতিনিধি: জুমআ’র নামাজ পড়া হলোনা টাঙ্গাইলের জালফৈ গ্রামের ব্যবসায়ী বাদল মিয়ার। শুক্রবার তারটিয়া বাজার জামে মসজিদে জুমআ’র নামাজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। নিহত বাদল জালফৈ গ্রামের জহুরুল ইসলাম মাস্টারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তারটিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ভাতকুড়া গ্রামের আ. ছালাম খানের ছেলে রায়হান খান(৩৮) ও ব্যবসায়ী বাদল মিয়া মোটরসাইকেলযোগে দুপুর ১টার দিকে করটিয়া বাজার জামে মসজিদে জুমআ’র নামাজ পড়তে যাচ্ছিলেন। পথিমধ্যে বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইল সদর উপজেলার তারটিয়া নামক স্থানে যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাদল মিয়া(৪০) নিহত এবং রায়হান খান গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় রায়হান খানকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় জনতা বিক্ষুব্ধ হয়ে মহাসড়ক প্রায় পৌনে এক ঘণ্টা অবরোধ করে রাখে। ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শুক্রবার দুপুর দুই টার দিকে টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান ঘটনাস্থলে পৌঁছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিয়ে স্থানীয়দের সৃষ্ট ওই সড়ক অবরোধ প্রত্যাহার করেন। এ প্রসঙ্গে টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান জানান, ভাতকুড়া এলাকা থেকে বাদল মিয়া ও রায়হান খান মোটরসাইকেলযোগে তারটিয়া আসছিলেন। পথে মহাসড়কের তারটিয়া নামক স্থানে পৌঁছলে মাদারগঞ্জ থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১২-০৪৪১) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুমড়ে-মুচরে যায় মোটরসাইকেলটি এবং চালক বাদল মিয়া ঘটনাস্থলেই নিহত হন। তবে গুরুতর আহত রায়হানকে আশঙ্কাজনক অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক বাসটিকে আটক করে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।
⇘সংবাদদাতা: টাঙ্গাইল প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।