ইসলামপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে অবৈধভাবে আজাদ মার্কেটের ভিতরে গলি বেদখলের পায়তারা নিয়ে মার্কেটের ব্যাবসায়ীদের মধ্যে সংঘর্ষে দুইজন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে।
মার্কেট বেলাল হোসেন সহ একাধিক ব্যবসায়ীর অভিযোগ অভিযোগ, মার্কেটের মের্সাস সাহাদাৎ স্যানেটারী’র পিছনে ও হ্যাভেন জীমের গলি অবৈধভাবে দীর্ঘদিন ধরে বন্ধ করার পায়তারা করছেন মালিক কর্তৃপক্ষের যোগশাসজে পাশের ব্যাবসায়ী কিশোর স্যানেটারী মালিক আব্দুল গফুর ও তার পুত্ররা। এতে একাধিক প্রতিষ্ঠানের ব্যবসা হুমকির মুখে পড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা।
জানাযায়,শনিবার পূর্ব পরিকল্পিতভাবে কিশোর স্যানেটারী মালিক আব্দুল গফুর ও তার পুত্ররা ইট-বালু নিয়ে এসে সাটার লাগিয়ে গলিটি বন্ধ করার চেষ্টা চালায়। এতে ব্যবসায়ীরা বাধাঁ দেন। এই ঘটনা নিয়ে কিশোর স্যানেটারী মালিক পুত্র মনিরুজ্জামান কাজলের সাথে হ্যাভেন জীমের মালিক রাজ্জাকের সংঘর্ষ বাধেঁ। এঘটনায় কাজল ও রাজ্জাক একটু আহত হয়।
ভোক্তভোগী ব্যাবসায়ী শাহ মোহাম্মদ গুলজারের অভিযোগ,ব্যাবসা প্রতিষ্ঠানের গলিটি বন্ধ করে দিলে আমার স্যানেটারী ব্যবসার অনেক ক্ষতি হবে। এছাড়া মার্কেটের পিছনের ব্যাবসীরা ক্ষতিগ্রস্থসহ অন্ধকারে পড়ে যাবে।
তাই মার্কেটের ভাড়াটিয়া ও ব্যাবসায়ীদের সার্থে মার্কেটের মালিকের নিকট গলিটি মার্কেটের ডিজাইন অনুযায়ী খোলা রাখার দাবি জানাই। এ ব্যাপারে আজাদ মার্কেটের ম্যানেজার নুরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন ,মার্কেটের কোন গলি বন্ধ করা হয়নি। গলিতে মালামাল রাখা হয় তাই মালামাল টান দিতে বললে দু পক্ষের কথা কাটা কাটি হয়।
⇘সংবাদদাতা: ইসলামপুর প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।