আব্দুল লতিফ, ঘাটাইল প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় প্রার্থী নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
ইতিমধ্যেই আওয়ামী লীগের অনেক নেতাই নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে জানান দিচ্ছেন। নির্বাচনকে কেন্দ্র করে গণমাধ্যম কর্মী ও দলীয় নেতাকর্মীদের সাথে সম্ভাব্য প্রার্থী হিসেবে অনেকেই আগাম শুভেচ্ছা ও যোগাযোগ রক্ষা করে চলেছেন।
২০১৪ সালে অনুষ্ঠিত নির্বাচনে ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন আলহাজ্ব মো. নজরুল ইসলাম খান সামু । তিনি এ উপজেলায় তিন বারের চেয়ারম্যান নির্বাচিত। বর্তমানে তার শারীরিক অবস্থা তেমন ভাল নয় তাই তিনি নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করতে আগ্রহী নন বলে তিনি জানিয়েছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনের পর প্রায় ৫শ উপজেলায় নির্বাচন আয়োজন করতে যাচ্ছে নির্বাচন কমিশিন (ইসি)। ফেব্রুয়ারির প্রথমদিকে এ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার আগেই টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে একাধিক মনোনয়ন প্রত্যাশী দলীয় নেতাদের নাম শোনা যাচ্ছে । এদের মধ্যে ঘাটাইল উপজেলা ছাত্রলীগ,ছাত্রলীগ থেকে যুবলীগ, যুবলীগ থেকে আওয়ামীলীগের তুখোর নেতা মো.শহিদুল ইসলাম খান হেস্টিংস এর নাম সর্বাধিক আলোচনায় উঠে এসেছে। উপজেলা নির্বাচনে তিনিই চেয়ারম্যান হবেন এমনটি প্রত্যাশা করছেন আওয়ামীলীগের নেতাকর্মী ও সমর্থকরা।বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক শামছুর রহমান খানের রাজনীতি থেকে শুরু করে বর্তমান পর্যন্ত খান পরিবারের ঘাটাইলের কান্ডারী শহিদুল ইসলাম খান হেস্টিংস উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি জামুরিয়া মডেল ইউনিয়নের সফল চেয়ারম্যান হিসেবে গত ৫ বছর দায়িত্ব পালন করেন।এসময় তিনি রাষ্ট্রীয় গোল্ডমেডেল এবং মাদক মুক্ত ইউনিয়নের স্বীকৃতি পান ।
এদিকে ফেসবুক স্ট্যাটাসে শহিদুল ইসলাম খান হেস্টিংসকে নিয়ে রীতিমত হইচৈই পড়েছে সারা ঘাটাইলে দলীয় নেতাকর্মীদের মধ্যে । ফেসবুক স্ট্যাটাসে তারা উপজেলা পরিষদের আগামি চেয়ারম্যান হিসেবে তাকে দেখতে চান।
ছাত্রজীবন থেকেই মো. শহিদুল ইসলাম খান হেস্টিংস আওয়ামীলীগের সক্রিয় কর্মী থেকে নেতার পরিচিতি লাভ করেছেন এবং খান পরিবারের রাজনীতির সাথে সক্রিয় ভাবে সম্পৃক্ত। দুদির্নেও তিনি হাল ছাড়েননি দল থেকে তিনি কখনো বিচ্যুত হননি। সবসময় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেছেন। এবার তিনি আওয়ামী লীগের প্রার্থী হয়ে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হবেন এমনটিই প্রত্যাশা করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ঘাটাইলস্থ আহবায়ক সিনিয়র সাংবাদিক সাইয়্যিফ মোহাম্মদ হামিদুল্ল্হা ।
এ ব্যাপারে জানতে চাইলে মো.শহিদুল ইসলাম খান হেস্টিংস বলেন,উপজেলা পরিষদ নির্বাচনে জনমানুষের যে সাড়া পাচ্ছি তাতে দল যদি আমাকে প্রার্থী করেন তাহলে সহজেই জয় লাভ করতে পারব।
⇘সংবাদদাতা: আব্দুল লতিফ
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।