টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ড্রেন থেকে উদ্ধার হওয়া নবজাতকের মৃত্যু হয়েছে। রোববার শারীরিক অবনতি জনিত কারণ শঙ্কামুক্ত হতে উন্নত চিকিৎসার প্রয়োজন দেখা দেয়ায় বিকেলে ঢাকা শিশু হাসপাতালে নেয়া হয়। তবে ঢাকায় উন্নত চিকিৎসাধীন অবস্থায় ওই নবজাতকের মৃত্যু হয়।
সোমবার সকালে উদ্ধারকৃত নবজাতকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করাসহ শিশুটির মৃত্যুতে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল হামিদ ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নারায়ন চন্দ্র সাহা গভীর শোক প্রকাশ করেছেন।
আরও পড়ুন>>
এ প্রসঙ্গে টাঙ্গাইল সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল হামিদ বলেন, সোমবার সকাল সাড়ে নয় ঢাকা শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উদ্ধারকৃত ওই পুত্র নবজাতকের মৃত্যু হয়। উদ্ধার হওয়া ওই নবজাতকে বাঁচানোর সকল প্রচেষ্টা স্বত্তেও শিশুটির মৃত্যু সংবাদে আন্তরিকভাবে সর্বোচ্চ মর্মাহত হয়েছেন তিনি। এছাড়াও সমাজ সেবা অধিদপ্তর ঢাকা কার্যালয়ের উদ্যোগে মৃত্যুবরণকারী নবজাতকের দাফনের সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, ৪ জানুয়ারি শুক্রবার সন্ধ্যার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের এক নারী পরিচ্ছন্নতাকর্মী ডায়রিয়া ওয়ার্ডের পেছনের ড্রেন থেকে ওই নবজাতককে উদ্ধার করে ভর্তি করেন। এরপরই ওই নবজাতক হাসপাতালের স্পেশাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রাখা হয়। তবে
শিশুটির ওজন মাত্র এক কেজি ৩০০ গ্রাম হওয়ায় তাকে জীবিত রাখা ছিল ঝুঁকিপূর্ণ। এ স্বত্তেও শিশুটিকে বাঁচাতে ৬ জানুয়ারি তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা স্থানান্তর করা হয়। তবে ঢাকা শিশু হাসপাতালে উন্নত চিকিৎসারত অবস্থায় ওই নবজাতকের মৃত্যুবরণ করে।
⇘সংবাদদাতা: টাঙ্গাইল প্রতিনিধি
উল্লেখ্য, ৪ জানুয়ারি শুক্রবার সন্ধ্যার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের এক নারী পরিচ্ছন্নতাকর্মী ডায়রিয়া ওয়ার্ডের পেছনের ড্রেন থেকে ওই নবজাতককে উদ্ধার করে ভর্তি করেন। এরপরই ওই নবজাতক হাসপাতালের স্পেশাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রাখা হয়। তবে
শিশুটির ওজন মাত্র এক কেজি ৩০০ গ্রাম হওয়ায় তাকে জীবিত রাখা ছিল ঝুঁকিপূর্ণ। এ স্বত্তেও শিশুটিকে বাঁচাতে ৬ জানুয়ারি তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা স্থানান্তর করা হয়। তবে ঢাকা শিশু হাসপাতালে উন্নত চিকিৎসারত অবস্থায় ওই নবজাতকের মৃত্যুবরণ করে।
⇘সংবাদদাতা: টাঙ্গাইল প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।