শাহজাদপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণ করছেন এক প্রভাবশালী।
জানাগেছে, উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের ডায়া বাজারের পাশেই পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণ করছেন এলাকার প্রভাবশালী রায়েজ উদ্দিন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ক্যানেল ভরাট করে পাকা ভবন নির্মাণের ফলে পানি নিস্কাসনে বাধা সৃস্টি হচ্ছে । এ নিয়ে এলাকায় দেখা দিয়েছে চরম অসন্তোষ। এলাকাবাসী জানায়, এই জায়গাটি দখল হওয়ার ফলে পানি নিস্কাশনের ব্যাবস্থা পুরোটাই বন্ধ হয়ে যাবে। সেই সাথে মানুষের দুর্ভোগ বেড়ে যাবে। এলাকাবাসী নিষেধ করার পরও প্রভাবশালী রায়েজ উদ্দিন এর কোন তোয়াক্কা না করে ভবনের কাজ অব্যাহত রেখেছে। এলাকাবাসী এই নির্মান কাজ বন্ধ করে সরকারি জায়গা অবমুক্ত করার জোর দাবি জানিয়েছে।
এদিকে রায়েজ উদ্দিনের সাথে কথা বলতে চাইলে তিনি কথা বলেননি । রায়েজ উদ্দিনের পুত্র রুবেল সাংবাদিকদের বলেন, আপনারা যা খুশি লিখেন কোন সমস্যা নাই। আমরা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমানের অনুমতি নিয়েই এ কাজ শুরু করেছি। আপনাদের কোন কথা থাকলে উপজেলা চেয়ারম্যানের সাথে বলেন।
বিষয়টি নিয়ে গতকাল শনিবার উপজেলা চেয়ারম্যান আজাদ রহমানের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন, এখানে কম বেশি সবাই সরকারি জায়গা দখল করে আছে। পানি উন্নয়ন বোর্ডের জায়গা যদি এখানে থাকে তাহলে তারা তাদের জায়গা উদ্ধার করুক।
এ ব্যাপারে, সহকারী কমিশনার(ভুমি) মোহাম্মদ হাসিব সরকার বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।
এ ব্যাপারে,মুঠো ফোনে গতকাল শনিবার কথা হা সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী রঞ্জিত কুমারের সাথে । তিনি বলেন, উর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।
⇘সংবাদদাতা: শাহজাদপুর প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।