সেবা ডেস্ক: আব্দুল্লাহ আল মাসুম (৩১) রুয়েটের সহকারী অধ্যাপক আত্মহত্যা করেছেন। বর্তমানে তিনি কানাডায় বসবাস করছিলেন ওখানেই আত্মহত্যা করেন।
গত ২.০১.২০১৯ইং তারিখে তার পরিবারের সকল ছবি দিয়ে ফেসবুকে একটি পোস্ট দেয়।
পরের দিন বৃহস্পতিবার ’ সবার কাছে মাফ চাচ্ছি। যদি কোন ভুল কওে থাকি সবাই মাফ করে দিয়েন, গুড বাই ফর এভার। চলে যাচ্ছি। এত যন্ত্রনা আর সহ্য করতে পারছিনা।’’ স্টেটাস লিখে পোস্ট করেন
তারপর থেকে তার সাথে তার পরিবার আর যোগাযোগ করতে পারেনি। পরে তারা আত্মহত্যা করেছেন বলে নিশ্চিত হয়েছেন।
আব্দুল্লাহ আল মাসুম জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার পঞ্চাশী গ্রামের মোঃ মোস্তাফিজুর রহমান বাবলু মাষ্টারের ছেলে। পঞ্চাশী প্রাথমিক বিদ্যালয় পরে মধুপুর শহীদ স্মৃতি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে রুয়েটে পড়ালেখা করেন। পড়ালেখা শেষে ২০০৯ সালে রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (রুয়েটে) লেকচারার হিসেবে যোগ দেন। পরে পদন্নোতি হয়ে সহকারী অধ্যাপক হন। এরপর প্রায় দেড় বছর আগে স্কলারশীপ নিয়ে পিএইচডি করতে কানাডা যান।
তার বাড়ীর আশে পাশে লোকজনের সাথে কথা বলে যতদুর জানা যায়, পিতা-মাতার অসম্মতিতে বিয়ে করেছিলেন তিনি। পরবর্তীতে পরিবারের চাপে তাদের ডিভোর্স হয়। স্কুল জীবন থেকে সম্পর্ক থাকায় ডিভোর্সের পরও ভুলতে পারেনি তার স্ত্রীকে । একারনে হতাশা আর এ হতাশাই থেকেই আত্মহত্যা।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।