বাবুল সভাপতি. রাজ্জাককে সম্পাদক করে ভূঞাপুর প্রেসক্লাবের কমিটি গঠন

S M Ashraful Azom
0
বাবুল সভাপতি. রাজ্জাককে সম্পাদক করে ভূঞাপুর প্রেসক্লাবের কমিটি গঠন
ভূঞাপুর সংবাদদাতা: টাঙ্গাইলের ভূঞাপুর প্রেসক্লাবের ১৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠণ করা হয়েছে। দৈনিক যুগান্তরের ভূঞাপুর প্রতিনিধি আসাদুল ইসলাম বাবুল সভাপতি ও দৈনিক কালেরকণ্ঠের প্রতিনিধি আব্দুর রাজ্জাককে সাধারন সম্পাদক করে শনিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইল প্রেসক্লাব কার্যালয়ে নতুন এই কমিটির নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী জাকেরুল মওলা।

কমিটি গঠনপূর্ব আলোচনসভার সভাপতিত্ব করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রথম আলোর টাঙ্গাইল প্রতিনিধি কামনাশীষ শেখর, এনটিভির স্টাফ রিপোর্টার মোহব্বত হোসেন, দৈনিক জনকণ্ঠ ও চ্যানেল টোয়েন্টিফোর টেলিভিশেনের জেলা প্রতিনিধি ইফতেখারুল অনুপম ও সমকালের জেলা প্রতিনিধি আব্দুর রহিম মোল্লা। এসময় উপস্থিত ছিলেন ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি সোহেল তালুকদার। ভূঞাপুর প্রেসক্লাবের অন্যান্য কর্মকর্তারা হলেন, সিনিয়র সহসভাপতি দৈনিক মজলুমের কণ্ঠের আতাউর রহমান মিন্টু, দৈনিক যায়যায়দিনের আখতার হোসেন খান, কোষাধ্যক্ষ দৈনিক ইত্তেফাক ও অনলাইন মিডিয়া সেবা হট নিউজের উপজেলা প্রতিনিধি অভিজিৎ ঘোষ, যুগ্ম সম্পাদক দৈনিক আজকালের খবরের সৈয়দ সরোয়ার সাদী রাজু, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও দৈনিক খবরপত্রের শফিকুল ইসলাম শাহীন, দপ্তর ও পাঠাগার সম্পাদক দৈনিক প্রতিদিনের সংবাদের ইব্রাহীম ভূইয়া। কার্যকরী সদস্য দি নিউ নেশনের আব্দুল আলীম আকন্দ, দৈনিক মানবজমিনের কামাল হোসেন, দৈনিক আমাদের সময়ের সিরাজুল ইসলাম কিসলু, এশিয়ান টেলিভিশনের জুলিয়া পারভেজ ও দি এশিয়ান এইজের খন্দকার এনামুল হক মুকুল। এছাড়া সাধারণ সদস্যরা হলেন দৈনিক মানবকণ্ঠের শাহ আলম প্রামাণিক, দৈনিক সংগ্রামের মিজানুর রহমান, দৈনিক আলোকিত বাংলাদেশের মামুন সরকার।
⇘সংবাদদাতা: অভিজিৎ ঘোষ
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top