ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ের চাঁদা না দেওয়ায় বিনোদন কেন্দ্রে হামলা চালিয়েছে দুষ্কৃতিকারীরা। এ সময় বিনোদন কেন্দ্রের সবগুলি ভাষ্কর্য ভাংচুর সহ চিরিয়াখানায় থাকা বিরল প্রজাতির কিছু পাখি লুট করে নিয়ে যায় তারা।
শুক্রবার রাত ১০ টার দিকে ঠাকুরগাঁও শহরের আকচা ইউনিয়নে অবস্থিত স্বপ্ন জগৎ বিনোদন কেন্দ্রে হামলার এ ঘটনা ঘটে। এ বিষয়ে শনিবার সকালে বিনোদন কেন্দ্রের মালিক গোলাম সারওয়ার চৌধুরীর ছেলে বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে ও আরো ২০ জন অজ্ঞাতনামা আসামী করে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করে।
মামলার বিবরনে জানাযায়, আসামীরা দীর্ঘদিন ধরেই ওই বিনোদন কেন্দ্রের মালিকের কাছে মাসিক ৫০ হাজার টাকা করে চাঁদা চেয়ে আসছিল। বিনোদন কেন্দ্রের মালিক সে চাঁদা দিতে অসিকৃতি জানালে চাঁদা দাবীকারীরা ক্ষুব্ধ হয় এবং পূর্ব পরিকল্পিত ভাবে গত শুক্রবার রাতে মালিকের অনুপস্থিতিতে এ হামলা চালায়। হামলাকারীরা বিনোদন কেন্দ্রের চার পাশের টিনের বেড়া সহ ভেতরে থাকা মূল্যবান সব ভাস্কর্যগুলি ভেঙ্গে দেয় এবং ভেতরে থাকা দোকান পাট লুট সহ মিনি চিরিয়াখানাটির বিরল প্রজাতির কিছু পাখি নিয়ে চলে যায়। এত ওই বিনোদন কেন্দ্রের ২০ লক্ষ টাকার ক্ষতি হয় বলে জানাযায়।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান জানান, বিনোদন কেন্দ্রের ভাংচুড়ের ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। আমরা দ্রুত দুস্কৃতিকারীদের ধরে তাদের আইনের আওতায় আনার ব্যাবস্থা করছি।
⇘সংবাদদাতা: ঠাকুরগাঁও প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।