আতাউর রহমান খানকে মন্ত্রী হিসেবে দেখতে চান ঘাটাইলবাসী

S M Ashraful Azom
0
আতাউর রহমান খানকে মন্ত্রী হিসেবে দেখতে চান ঘাটাইলবাসী
আব্দুল লতিফ,ঘাটাইল সংবাদদাতা ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত এমপি আতাউর রহমান খানকে মন্ত্রী হিসাবে দেখতে চায় ঘাটাইলবাসী। আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের দাবী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা টাঙ্গাইলের ঐতিহ্যবাহী খান পরিবারের প্রবীন সদস্য আলহাজ্ব আতাউর রহমান খানকে মন্ত্রী হিসাবে দেখতে চান।

আওয়ামীলীগের রাজনীতিতে টাঙ্গাইলের খান পরিবারের ভূমিকা অগ্রগন্য। এই পরিবারের অন্যতম সদস্য ছিলেন প্রয়াত বর্ষীয়ান জননেতা শামসুর রহমান খান শাহজাহান । তিনি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহচর, মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক গণপরিষদ ও টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের তিন বারের সাবেক সংসদ সদস্য। তিনি কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতিও ছিলেন। নবনির্বাচিত এমপি আতাউর রহমান খান তারই ছোট ভাই। আতাউর রহমান খান। আর আতাউর রহমানের ছেলে আমানুর রহমান খান রানা এ আসন থেকে বিপুল ভোটে দুইবার এমপি নির্বাচিত হন।

ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু বলেন, আতাউর রহমান খান একজন সাবেক সফল ব্যাংক কর্মকর্তা এবং ক্লিন ইমেজের মানুষ। তিনি এ আসনের বিএনপির প্রার্থী সাবেক মন্ত্রী লুৎফর রহমান খান আজাদকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে এমপি হয়েছেন। আশাকরি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাকে মন্ত্রী পরিষদের আসনে বসিয়ে ঘাটাইলবাসীকে সম্মানিত করবেন এবং টাঙ্গাইলের উন্নয়নে বিশেষ অবদান রাখবেন।

ঘাটাইল পৌর মেয়র শহিদুজ্জামান খান ভিপি শহীদ বলেন, তিনি ক্লিন ইমেজ, সদা হাস্যোজ্জ্বল, সুবক্তা , সৎ ও আদর্শ ব্যক্তি হিসেবে রাজনীতির মাঠে নেমেই জয় ছিনিয়ে নিয়েছেন । উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম হেস্টিংস বলেন, তিনি গনমানুষের একজন জনপ্রিয় নেতা। তার প্রতি ঘাটাইল তথা টাঙ্গাইলবাসীর অকৃত্রিম ভালবাসা রয়েছে। সুখ -শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির জন্যই তাকে মন্ত্রী করা প্রয়োজন। আতাউর রহমান খানের ছেলে সাবেক এমপি আলহাজ্ব আমানুর রহমান খান রানা প্রায় তিন বছর ধরে একটি মিথ্যা মামলায় কারগারে থাকায় ঘাটাইলবাসী একেবারেই উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। স্বাস্থ্য, শিক্ষা, তথ্য প্রযুক্তি ও যোগাযোগসহ সব ক্ষেত্রে এগিয়ে যেতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আতাউর রহমান খানকে মন্ত্রীসভায় অন্তর্ভুক্ত করার জোর দাবি জানিয়েছেন ঘাটাইলবাসী।

ঘাটাইলের সিনিয়র সাংবাদিক সাইয়্যিফ মোহাম্মদ হামিদুল্লাহ বলেন,একজন উচ্চ শিক্ষিত এবং সোনালী ব্যাংকের সাবেক ডিজিএম হিসেবে চাকরীরত কালীন ন্যায় নিষ্ঠ হিসেবে পরিচিত এ মানুষটি মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন, আশা করি তিনি মন্ত্রীত্ব পাবেন ।

বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান এমপি বলেন, আমি জনগণের সুখ-দুঃখের পাশে থেকে জীবনের শেষ সময়টা কাটাতে চাই।

উল্লেখ্য এ আসনে ১১৯টি কেন্দ্রে আতাউর রহমান খান নৌকা প্রতীকে পেয়েছেন ২লাখ ৪২ হাজার ৪৩৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি বিএনপির প্রার্থী লুৎফর রহমান খান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯ হাজার ১২২ ভোট।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top