টাঙ্গাইল প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। জাতীয় সংসদ ভবনের পূর্ব ব্লকের ১ম লেভেলের (নিচতলায়) শপথ কক্ষে বৃহস্পতিবার বেলা ১১টার পর তাদের শপথ পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
আয়োজিত শপথ অনুষ্ঠানে যোগদান করাসহ শপথ গ্রহণ করেছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের নবনির্বাচিত আওয়ামীলীগের সংসদ সদস্য আলহাজ¦ ছানোয়ার হোসেন।
শপথ অনুষ্ঠান শেষে স্মৃতি বিজরিত ধানমন্ডির ৩২ নম্বরের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্মৃতি সমাধীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন আসনটির দ্বিতীয় দফায় আওয়ামীলীগ মনোনীত ও নির্বাচিত সংসদ সদস্য ছানোয়ার হোসেন।
জাতির জনকের স্মৃতি সমাধীতে পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক শাহজাহান আনসারী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম, শহর আওয়ামীলীগের সভাপতি সিরাজুল হক আলমগীর, সাধারণ সম্পাদক এম.এ.রৌফ, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও হুগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ এর প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম খান, কাকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, জেলা ব্যবসায়ী ঐক্যজোটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সদর উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আলহাজ¦ মোহাম্মদ আলী জিন্নাহ্, শহর আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক নাজমুল হুদা নবীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সংসদ ভবন এর শপথ অনুষ্ঠান শেষে টাঙ্গাইল-৫ (সদর) আসনে আওয়ামীলীগের মনোনীত দ্বিতীয় দফায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার কৃতিত্বে নবনির্বাচিত সাংসদ আলহাজ¦ ছানোয়ার হোসেনকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলমসহ বিভিন্ন নেতৃবৃন্দ। আগামীকাল শুক্রবার নবনির্বাচিত সংসদ সদস্যরা ধানমন্ডির ৩২ নম্বরে দেশের চতুর্থ বার নির্বাচিত প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জ্ঞাপন করার কথা রয়েছে।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।