জামালপুর প্রতিনিধি: জামালপুর জেলার চারটি উপজেলায় গ্রামীণ মানব কল্যাণ সংস্থার কার্যক্রম পরিদর্শন করে গেলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার আতিয়ার রহমান।
আর্ন্তজাতিক দাতা সংস্থা ইউএসএআইডি’র অর্থায়নে গ্রামীণ মানব কল্যাণ সংস্থা মাদারগঞ্জ, মেলান্দহ, ইসলামপুর ও সরিষাবাড়ী উপজেলার বিভিন্ন গ্রামের দরিদ্র নারী-পুরুষকে বিভিন্ন কাজের প্রশিক্ষণ ও উপকরণ দিয়ে সহযোগিতা করেন। দরিদ্র নারীদের মধ্যে বিনামূল্যে সেলাই মেশিন ও ঢেউটিন দিয়ে থাকেন।
এ ছাড়াও সংস্থাটি প্রতি মাসে ওইসব উপজেলার ৮ হাজার দরিদ্র পরিবারের মধ্যে ২০ কেজি চাল, ২ কেজি ডাল ও ২ কেজি চিনি দেন। এসব কার্যক্রম পরিদর্শন করতে জামালপুর শহরের বেলটিয়া এলাকায় আসেন-সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার আতিয়ার রহমান ও জামালপুরের সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রপ্ত) মো.শাহ আলম। আর্ন্তজাতিক দাতা সংস্থা ইউএসএআইডি’র নির্বাহী পরিচালক এস.এম শাহেদুজ্জামান ও সরকারী নির্বাহী পরিচালক রাশেদুল ইসলাম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা থেকে শুরু করে চলমান কার্যক্রমগুলো পর্যায়ক্রমে তুলে ধরেন।
কার্যক্রমগুলোর মধ্যে দু:স্থ গরীবদের মধ্যে রিলিফ কার্যক্রম জরীপকরণ এবং মানুষের চরাঞ্চল চরহরিপুর গ্রামের জনাকীর্ণ মানুষ চলাচলের জন্য রাস্তা মাটি ভরাটসহ পাকাকরণ কার্যক্রম। মেলান্দহ থানার ঘোষের পাড়া ইউনিয়নের ৩ হাজার দু:স্থ গরীব পরিবারের মধ্যে রিলিফ প্রদান। এছাড়াও নানা কার্যক্রম তুলে ধরা হয়।
বিস্তারিত অবগত হয়ে সন্তুষ্টচিত্তে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার আতিয়ার রহমান সংস্থাটিকে ধন্যবাদ জানিয়ে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
⇘সংবাদদাতা: জামালপুর প্রতিনিধি
⇘সংবাদদাতা: জামালপুর প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।