![The victory of the boat can not be prevented by conspiracy ষড়যন্ত্র করেও নৌকার বিজয় ঠেকানো যাবেনা - আ’লীগ প্রার্থী দুলাল](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiYtQn6U-xGYlCIelRpCoduSImslGkLMBa4vPbR6Bx7JlmRHDSWIgt3-4RIJRTwWnyN0j_v-vyCpDppXrQ6AAKYxCXGE8owYuEcuiAa6UoVBk3ggiqH_RRaxWLNZ2G8uTeNbR33mRDuGwE/s1600-rw/mp.jpg)
ইসলামপুর প্রতিনিধি ॥ জামালপুর-২,ইসলামপুর আসনের আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী সংসদ সদস্য আলহাজ¦ ফরিদুল হক খান দুলাল বলেছেন-নৌকার বিজয় বিএনপি-জামাত ঠেকাতে পারবেনা,নৌকার বিজয় হবেই। সারা দেশে যে উন্নয়ন হয়েছে এই উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে আবারো বাংলার মসনদে শেখ হাসিনাকে বসাতে হবে।
তিনি বৃহস্পতিবার দিনব্যাপী কুলকান্দি ইউনিয়নে বেড়কুশা গ্রাম ও জিগাতলা গ্রাম ও বেলগাছা গ্রামের মন্নিয়া চরে গণ সংযোগ ও পথসভায় এ কথা বলেন।
পথসভায় আরো বলেন, সারা বাংলাদেশে ঐক্যবদ্ধভাবে কাজ করলে নৌকার বিজয় আমাদের ঘরেই আসবে এবং সংখ্যাগরিষ্ঠ আসন নিয়েই আমরা সরকার গঠন করতে পারবো।’ তিনি নৌকার বিজয়ের জন্য বিএনপি-জামাতের যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান। এছাড়াও পথসভায় অংশ নেওয়াসহ এ আসনের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেন।
আগামী ৩০ ডিসেম্বর কেন্দ্রভিত্তিক দলীয় কমিটির নেতাকর্মীদের নৌকার বিজয়ের জন্য নিরলসভাবে কাজ করার নির্দেশ দেন।
জানাযায়,ভোটের প্রচারণায় পোস্টার লাগানো, মাইকপ্রচার, পথসভা, উঠান বৈঠক, দলীয় বর্ধিত সভা ছাড়াও ভোট কেন্দ্রভিত্তিক দলীয় কমিটির নেতাকর্মীদের চাঙ্গা রাখতে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মাঠে সরব রয়েছেন। এ সময় সংরক্ষিত মহিলা এমপি মাহজাবিন খালেদ,উপজেলা সহ সভাপতি আঃ রাজ্জাক লাল মিয়া, কৃষিবীদ মঞ্জুরুল মুর্শেদ হ্যাপি,সাবেক যুগ্ম সম্পাদক মাকছুদুর রহমান লাভলু, সরদার জাকিউল হক,ফারুক ইকবাল হিরু,আক্রামুজ্জামান হিরু,জিয়াউল হক জুয়েল, সেচ্ছা সেবকলীগ সভাপতি রকিবুল হাসান লাভলু সহ স্থানীয় ও উপজেলা আওয়ামীলীগের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।