মনির হোসেন, কালিহাতী প্রতিনিধি : লালন সাঁইজির ভাবধারা নিয়ে পরিচালিত টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাগুটিয়া কেন্দ্রিয় সাধু সংঘের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বিকেলে খিলদা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সংগঠনের সভাপতি হরিমোহন পালের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রেজাউল করিম তালুকদারের সঞ্চালনায় পরিচিতি সভায় উপস্থিত ছিলেন, কেন্দ্রিয় সাধু সংঘের প্রতিষ্ঠাতা ও কালিহাতী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম, ডেইলী নেক্সট নিউজ পত্রিকার প্রকাশক ও সম্পাদক তোফাজ্জল হোসেন তুহিন, বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী উপজেলা শাখার সভাপতি শহিদুল আলম সিদ্দিকী রাঙ্গা, খিলদা বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মাহমুদুল হাসান দীপুলসহ কেন্দ্রীয় সাধু সংঘের সাধু, পীর-মাশায়েখ, পাগল, লালন ভক্তনুরাগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
⇘সংবাদদাতা: মনির হোসেন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।