সাংবাদিকদের সাথে বাঁশখালীতে ইসলামী ফ্রন্ট প্রার্থীর মতবিনিময় সভা

S M Ashraful Azom
0
সাংবাদিকদের সাথে বাঁশখালীতে ইসলামী ফ্রন্ট প্রার্থীর মতবিনিময় সভা
শিব্বির আহমদ রানা, চট্টগ্রাম প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৩ চট্টগ্রাম-১৬ সংসদীয় বাঁশখালী আসন থেকে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব অধ্যাপক সৈয়দ মনিরুল ইসলাম আশরাফী (মোমবাতি) মার্কার উদ্যোগে বাঁশখালীতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ইসলামী ফ্রন্ট বাঁশখালী উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা আব্দুর রহিম সিরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বাঁশখালী উপজেলা সদরের পৌরসভার মিয়ারবাজারস্থ কুটুমবাড়ী রেস্টুরেন্টে শুক্রবার বিকেলে (১৪ ডিসেম্বর) সৈয়্যদ মুনিরুল ইসলাম আশরাফীর সমর্থনে মতবিনিময় সভায় কোরান তেলাওয়াত করেন মো. কাজিম রেজা।

মতবিনিময় সভায় মুনিরুল ইসলাম আশরাফী বলেন, 'যখন দেশের অন্যন্য রাজনৈতিক দলসমূহ ভোটকে যুদ্ধ হিসেবে ঘোষণা করেছে তখন আমার দল সুফিবাদে বিশ্বাসী শান্তপ্রিয় জনতাকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আহলে সুন্নাত ওয়াল জামা'অাত সমর্থিত জাতীয় সংগঠন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মোমবাতি প্রতীক নিয়ে জানতার ধারে হাজির হয়। আমার সংগঠন অহিংস রাজনিতীর সংগঠন, জ্বালাও পোড়াওকে সমর্থন করেনা। দল আমাকে বাঁশখালীতে মনোনিত করেছে। তাই আমি সমৃদ্ধ বাঁশখালী গড়ার লক্ষ্যে সবার সহযোগীতা চাই। হযরত শাহ্ সুফী সৈয়্যদ শাহ্ (রহ:)এর মাজার জেয়ারতের মধ্য দিয়ে আজ থেকে আনুষ্টানিকভাবে পুরোদমে নির্বাচনী প্রচারণা শুরু করেছি। ইতোমধ্যে বাঁশখালীর সিংহভাগ ইউনিয়নে উঠোন বৈঠকও সম্পন্ন করেছি।'

এতে উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্ট বাঁশখালী উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা মামুনুর রশিদ মামুন, নেছার উদ্দীন মুনিরী, এহসানুল হক, উপজেলা যুবসেনা সভাপতি সাহাব উদ্দীন, সাধারন সম্পাদক হুমায়ুন কবির জাহেদ, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, এড. মহিউদ্দীন চৌধুরী, ছাত্রসেনা উপজেলা সভাপতি ইন্জিনিয়ার মিজানুর রহমান, ডা. জমির উদ্দীন প্রমূখ।
⇘সংবাদদাতা: শিব্বির আহমদ রানা

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top