![Public relations in support of Awami League candidate টাঙ্গাইল-৫ আসনে আওয়ামীলীগ প্রার্থীর সমর্থনে গণসংযোগ](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhlbA6xPyaxAYLzSeLUa_eir5L1dBZNiO2Un8m_pmzT1sHQ5SGXFjOq7Wr8TrK6WSEWb9-QI2jXP-74hXpxj93C2uMBr3SZXcOV_kgqWzbMm5mv1Fqh4BpaVCOo-XkUoLLkOp0IT3rZ3rw/s1600-rw/Tangail-Alig-Mp-pic.jpg)
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর)আসনের টাঙ্গাইল পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনার কর্মযজ্ঞ মনোভাবে পদ্মা সেতুসহ অভাবনীয় নানা উন্নয়নের চিত্র আর উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব ছানোয়ার হোসেন ভাইয়ের পক্ষে ভোট প্রার্থণার মাধ্যমে বৃহস্পতিবার দিনব্যাপি গণসংযোগ করেছেন টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান সোহেল। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলমগীর খান মেনু, শহর আওয়ামীলীগের সভাপতি সিরাজুল হক আলমগীর, সাধারণ সম্পাদক এম.এ রৌফ, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর হেলাল ফকিরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকরা।
টাঙ্গাইল-৫ (সদর)আসনের নৌকার মাঝি আলহাজ্ব ছানোয়ার হোসেন এর বিজয় লক্ষ্যে পোড়াবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ এর উদ্যোগে বিশেষ কর্মী-সভা অনুষ্ঠিত হয়।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
টাঙ্গাইল-৫ (সদর)আসনের নৌকার মাঝি আলহাজ্ব ছানোয়ার হোসেন এর বিজয় লক্ষ্যে পোড়াবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ এর উদ্যোগে বিশেষ কর্মী-সভা অনুষ্ঠিত হয়।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।