টাঙ্গাইল সদর আসনে আ’লীগ প্রার্থীর প্রচারণায় সরগরম

S M Ashraful Azom
0
In the campaign for the candidates of Tangail Sadar
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫(সদর) আসনের নৌকার মাঝি আলহাজ্ব ছানোয়ার হোসেন এর বিজয়ের লক্ষ্যে নৌকার প্রচারণায় বাঘিল ইউনিয়ন আওয়ামীলীগের বিশেষ কর্মী-সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাতে আয়োজিত কর্মসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকারের উন্নয়নের মহাসড়কে এগিয়ে নেয়া দেশসহ টাঙ্গাইল-৫ সদর আসনের রূপরেখা পরির্বতনে পরিচালিত অভাবনীয় উন্নয়ন কর্মযজ্ঞের রূপকার আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব ছানোয়ার হোসেন এর বিজয় নিশ্চিতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা দিক নির্দেশনাসহ পরামর্শমূলক বক্তব্য দিয়েছেন জেলা শাখার নেতৃবৃন্দ।

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম জননেতা আব্দুল মান্নান এর স্মৃতিবিজড়িত টাঙ্গাইল পৌরসভার ১২ নং ওয়ার্ড আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার রাতে ঐক্যবদ্ধ নৌকার নির্বাচনী কার্যক্রমের শুভ উদ্বোধন করেন টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান সোহেল। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম.এ.রৌফসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার রাতে টাঙ্গাইল পৌরসভার ৩ নং ওয়ার্ডে পশ্চিম আকুর টাকুর হাউজিং মাঠে নির্বাচনীয় আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন শহর আওয়ামীলীগের সভাপতি সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ হেলাল ফকির, আওয়ামীলীগ নেতা ও দলিল লেখক সমিতি টাঙ্গাইল সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ সোনা আকন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শুক্রবার দিনব্যাপি হুগড়া ইউনিয়ন বেগুনটাল হাটসহ বিভিন্ন স্থানে নৌকা মার্কার প্রচারণা করছেন টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও হুগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা।

শুক্রবার দিনব্যাপি টাঙ্গাইল-৫ (সদর) আসনের কাকুয়া ইউনিয়নে নির্বাচনী প্রচারণা মাঠে রয়েছেন আলহাজ¦ ছানোয়ার হোসেন।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top