বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে ঘাটাইল উপজেলা চ্যাম্পিয়ন

S M Ashraful Azom
0
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে ঘাটাইল উপজেলা চ্যাম্পিয়ন

ঘাটাইল প্রতিনিধি ॥ বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে ঘাটাইল উপজেলা চ্যাম্পিয় হয়েছে।  বৃহস্পতিবার বিকালে টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৮ উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। 

বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ঘাটাইল উপজেলার নলমা সরকারি প্রাথমিক বিদ্যালয় গোপালপুর উপজেলার আলম নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ৪-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এদিকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ঘাটাইল উপজেলার মমরেজ গলগন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় গোপালপুর ঝাওয়াইল সরকারী প্রথমিক বিদ্যালয়কে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোশারফ হোসেন খান চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সেলিম আহমদ,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মোস্তাফিজুর রহমান। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মইনুল হোসেন লিন্টুসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top