![Candidates reception at Nandina নান্দিনায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiWK_ypkc61HKYm_6kSatprFSdg8KgrtkwIIK65efPACqfTPn3_S-y6n9pjFpdBOXaJFRzkstjrI0uWSwMPJWz9Nn3F9iB-RAOQq2XmV2Enp-Z64eK5DzYRXBd2qN7xRXd0tGrN6uJ1ErA/s1600-rw/nandina.jpg)
জামালপুর সংবাদদাতা ॥ জামালপুরের নান্দিনা উদয়ন প্রিপারেটরী এন্ড হাই স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
বৃহস্পতিবার সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- স্কুলের পরিচালক শফিকুল ইসলাম। বক্তব্য রাখেন- প্রধান শিক্ষক হারুনুর রশিদ, সহকারি শিক্ষক মাহবুবা জান্নাত, আয়শা সিদ্দিকা, সোহাগ এবং রমিজা মমিন বালিকা বিদ্যালয়ের শিক্ষক সুলতান মাহমুদ প্রমুখ। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা-ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
⇘সংবাদদাতা: জামালপুর সংবাদদাতা
⇘সংবাদদাতা: জামালপুর সংবাদদাতা
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।