![Bhuapurapura BCL extended meeting held ভূঞাপুরে ছাত্রলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiFzLUpb752Gg4Lf6zRzoFx_ehs2w4TT-bs8FWzjR49oFM8PmtgHduAqkjBtEeXp0l902TDW-H8S6b3_yu0OiKZzWUpY8l0DzczjWOZBLodJPOFlcY3pAKUddKYnWQZotBJEVOGAbF3s6w/s1600-rw/Capture.jpg)
ভূঞাপুর প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে ভূঞাপুর উপজেলা ছাত্রলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্ববায়ক সাইফুল ইসলাম বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে নৌকা মনোনীত প্রার্থী তানভীর হাসান ছোট মনির। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, যুগ্ম আহবায়ক আব্দুল হামিদ ভোলা, সাহিনুল ইসলাম তরফদার বাদল, তাহেরুল ইসলাম তোতা, সাবেক যুগ্ম আহ্ববায়ক আজহারুল ইসলাম আজহার, টাঙ্গাইল জেলা বাস-কোচ-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনির, পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম চঞ্চল, টাঙ্গাইল জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্ববায়ক তানভীরুল ইসলাম হিমেল, ছাত্রলীগ নেতা রাসেল, রিপন লারা, মিল্টন, আরিফ, হৃদয় প্রমুখ।
এর আগে সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশে যোগদান করে।
⇘সংবাদদাতা: ভূঞাপুর প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।