![Bakshiganj on the occasion of Shaheed Intellectual Day বকশীগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvlE3-eYbvdQSjmhr78XJ_Me9AziQ0dnyzCJQi_5VW9kdWunkr7XAWVBlmIlRegqdD-yvUdv3-1C0CWK7m-EnmtTa12-XPZXKcLhVB3c2V6bbE756VMeCWEjZt-RhGe5dZXeAB2px_mYg/s1600-rw/1524550831.jpg)
বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সম্মেলনকক্ষে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সাঈদা পারভীন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা বিপ্লব কুমার পাল, বীর মুক্তিযোদ্ধা আফসার আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসান মাহবুব খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমীন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যার মাধ্যমে স্বাধীনতা বিরোধীরা বাংলাদেশকে নেতৃত্ব শুন্য করতে চেয়েছিল। তাই বুদ্ধিজীবীদের হত্যা করা হয়।
তাই তারা এই দিনটিকে স্মরণ করছেন।
⇘সংবাদদাতা: বকশীগঞ্জ প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।