ইউনিসেফ এর আর্থিক সহযোগিতায় নারী ও শিশু স্বাস্থ্যের উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম প্রকল্পের আওতায় নবজাতকের স্বাস্থ্যের ওপর গণমাধ্যমকর্মীদের সংবাদ তৈরির কৌশল বিষয়ক তিন দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন জামালপুরের অতিরিক্ত জেলা হাকিম শফিকুল ইসলাম।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা নুরুন্নবী খন্দকার এর সঞ্চালনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন) মঞ্জুরুল আলম, সহকারী পরিচালক মাসুদ আলম ভূঁইয়া, জামালপুর প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান ডল, জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল প্রমুখ।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা নুরুন্নবী খন্দকার এর সঞ্চালনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন) মঞ্জুরুল আলম, সহকারী পরিচালক মাসুদ আলম ভূঁইয়া, জামালপুর প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান ডল, জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল প্রমুখ।
অনুষ্ঠানে অংশ নেন জামালপুরে কর্মরত সকল টেলিভিশন সাংবাদিকগণ । এ ছাড়া বাসস জেলা প্রতিনিধি মুখলেছুর রহমান ও বাংলারচিঠি ডটকম এর সম্পাদক জাহাঙ্গীর সেলিম কর্মশালায় অংশ নেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।