না ফেরার দেশে চলে গেলেন ভিসি প্রফেসর ড. আবুল বাসার

S M Ashraful Azom
0
Vice-Chancellor went to the country to return. Abul bassar

জামালপুর প্রতিনিধি: জামালপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আবুল বাসার আর নেই। তিনি আজ ১৭ নভেম্বর শনিবার সকাল সাড়ে ছয়টায় ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। ১৭ নভেম্বর শনিবার বাদ আছর ঢাকায় নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।

প্রফেসর ড. মো. আবুল বাসার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে টানা ৩৭ বছর অধ্যাপনা এবং পরবর্তীতে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে চার বছর ট্রেজারার পদে দায়িত্ব পালন করেন। সর্বশেষ রাষ্ট্রপতির আদেশ বলে তিনি ২০১৫ সালের ডিসেম্বর মাস হতে চার বছরের জন্য শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ে ভিসি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের সদস্য এবং কার্যনির্বাহী বোর্ডের পরিচালক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার প্রফেসর মাসুম আলম খান, জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top