![উন্নয়ন কর্মকান্ড তুলে ধরার লক্ষ্যে: ইসলামপুর আ’লীগের জনসভা To highlight the development activities: Islampur leader's public meeting](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh04yE_9r8M5rUporYMtRcl4L1RdmJgTfwj59Ju7cme7zzOxMXJH5f040Soww8RVLTDSR_x9Zobocc-bm7W68LaNnr-C2VFPcdv0h5DG0jmCsvrkhZmF7eOKYQDQN_QCc5t9Lnb2_afQw4/s1600-rw/unnoyon-islampur.jpg)
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ১০ বছরে ইসলামপুর উপজেলায় সরকারের নানামুখী উন্নয়ন কর্মকান্ড জনসম্মুখে তুলে ধরার লক্ষে শনিবার সন্ধ্যায় ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগ এ সভার আয়োজন করে।
জামাল উদ্দিন কাজীর সভাপত্বিতে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি দুই বারের নির্বাচিত সাংসদ কর্মবীর ফরিদুল হক খান দুলাল।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের দুই সহসভাপতি মজিবর রহমান শাহজাহান ও ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী শাহীন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা লুৎফর রহমান, সাঈদুর রহমান, বি.এম রেজাউল করিম, আসাদুল্লাহ মাস্টার, যুবলীগ নেতা রাসেদুল ইসলাম রাসেল। নেতৃবৃন্দ বলেন, ইসলামপুরের মাটি নৌকার ঘাঁটি।
তারা বলেন, আমরা সবাই নৌকা মার্কার পরিবার। আওয়ামীলীগের পুরোনো এ ঘাঁটি থেকে বরাবরই নৌকা বিজয়ী হয়ে আসছে। এখানে আওয়ামীলীগ ঐক্যবদ্ধ, দলে কোন কোন্দল নেই। দীর্ঘদিন ধরে তরা স্থানীয় এমপি ফরিদুল হক খানের নেতৃত্বে মানুষের জন্য কাজ করার পাশাপাশি নৌকা প্রতিকে ভোট চাচ্ছেন। তাই তারা নৌকা পাগল এলাকায় কোন নতুন মুখ কিংবা অন্য কোন প্রতিক না দিতে প্রধান মন্ত্রীকে অনুরোধ জানান। অন্যথায় আওয়ামীলীগের নিশ্চিত আসনটি চরম অনিশ্চয়তার মুখে পড়বে।
এমপি ফরিদুল হক খান দুলাল বলেন, গত ১০ বছরে প্রধান মন্ত্রীর আনুকুল্যে ও তার প্রচেষ্ঠায় “শেখ হাসিনা ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি” উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সটি ৫০ শয্যায় করণ, ১২টি ইউনিয়নে ৪৭টি কমিউনিটি ক্লিনিক, ৩টি পরিবার কল্যান কেন্দ্র, চরাঞ্চলের আইনশৃংঙ্খলা রক্ষায় দু’টি পুলিশ তদন্ত কেন্দ্র, অসচ্ছল মুক্তিযোদ্ধা পরিবারের জন্য ঘরবাড়ি ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, ৪টি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স স্থাপন, ইসলামপুর পৌরসভাকে ২য় শ্রেণীতে উন্নতিকরণ, বানভাসি মানুষের জন্য একাধিক ফ্লাড শেল্টার, নদী ভাঙ্গা ও ভূমিহীনদের জন্য এক ডজন আশ্রয়ণ প্রকল্প, আবাসন, আদর্শ ও গুচ্ছ গ্রাম নির্মাণ করে ব্যাপক প্রসংশা কুরিয়েছেন।
এছাড়া ব্রহ্মপুত্র নদের উপর দু’টি বৃহৎ সেতু ছাড়াও উপজেলায় অসংখ্য ব্রিজ-কালভার্ট নির্মাণ, ১৪৭ কিঃমি রাস্তা উন্নয়ন, ১০৭টি প্রাথমিক বিদ্যালয় ভবন, ১০৬৮ কিঃমি বিদ্যুত লাইন সংযোজন, যমুনা ও ব্রহ্মপুত্র নদের তীর সংরক্ষণ, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ, গ্রামীন অবকাঠামো উন্নয়ন টিআর, কাবিখা ও কাবিটা বরাদ্দের শতভাগ কাজ করে অসংখ্য গ্রামীন রাস্তাঘাট নির্মাণ ও মেরামত, ইসলামপুর কলেজে ১১টি বিষয়ে অনার্স ও ৪টি বিষয়ে মাস্টার্স কোর্স চালু করণ, সকল স্কুলে ফিডিং প্রোগ্রাম চালু করণ,ন্যাশনাল সার্ভিস ও একটি বাড়ি একাটি খামার প্রকল্পের মাধ্যমে কয়েক হাজার বেকার যুবক-যুবতীকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করেছেন।
তিনি বলেন, প্রার্থী যে-ই হোক। নেত্রী যাকে যোগ্য মনে করবেন তাকেই মনোনয়ন দেবেন। আমরা সবাই মিলে তাকে বিজয়ী করবো।
⇘সংবাদদাতা: জামালপুর প্রতিনিধি
⇘সংবাদদাতা: জামালপুর প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।