সরিষাবাড়ী প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে ৩টি অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস করেছে প্রশাসন। বুধবার সন্ধ্যায় উপজেলার পোগলদিঘা ইউনিয়নের কান্দারপাড়া চেচিয়াবাঁধা ঘাট, আওনা ইউনিয়নের কুলপাল ও পিংনা ইউনিয়নের কাওয়ামারা এলাকায় গোপন সংবাদে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন নাহার কেয়া। এ সময় নদী থেকে অননুমোদিত মাটি তোলায় ব্যবহৃত ৩টি অবৈধ ড্রেজার মেশিন ও মেশিনের সরঞ্জাম ধ্বংস করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) কামরুন নাহার কেয়া জানান, ‘নদী থেকে মাটি উত্তোলন করা বেআইনী। এমন কোনো খবর পেলে নিয়মিত অভিযান চালিয়ে তা বন্ধ করা হবে।’
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
সহকারী কমিশনার (ভূমি) কামরুন নাহার কেয়া জানান, ‘নদী থেকে মাটি উত্তোলন করা বেআইনী। এমন কোনো খবর পেলে নিয়মিত অভিযান চালিয়ে তা বন্ধ করা হবে।’
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।