জামালপুরে হতে যাচ্ছে আধুনিক স্টেডিয়াম

S M Ashraful Azom
0
জামালপুরে হতে যাচ্ছে আধুনিক স্টেডিয়াম

জামালপুর প্রতিনিধি: জামালপুর স্টেডিয়ামের আধুনিকায়নের এই প্রকল্পটি বাস্তবায়ন করা হবে ১২ একর জায়গায়। যার জন্য ব্যয় হবে ৩৯ কোটি টাকা। এখানে থাকবে আন্তর্জাতিক মানের ফুটবল ও ক্রিকেট খেলার মাঠ, নির্মাণ করা হবে একটি চারতলা অত্যাধুনিক ভবন। 

ভবনটিতে থাকবে একটি প্যাভেলিয়ন, ডরমেটরি, খেলোয়াড়দের ড্রেসিং রুম ও ভিআইপি লাউঞ্জ। এখানে শেডসহ ১৪ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন গ্যালারি নির্মাণ করা হবে।

এছাড়াও এই প্রকল্পের আওতায় একটি করে বাস্কেট বল ও হ্যান্ডবল গ্রাউন এবং একটি আউটার স্টেডিয়াম নির্মাণ করা হবে। এই প্রকল্পের আওতায় বর্তমান জিমনেসিয়ামটিকে সংস্কার করে সেখানে অত্যাধুনিক সরঞ্জমাদি দেওয়া হবে। পরবর্তীতে দিবারাত্রি খেলা অনুষ্ঠানের জন্য স্টেডিয়ামে যুক্ত হবে ফ্লাট লাইট।

খেলাধুলার মান উন্নয়নের জন্য জামালপুরে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামকে সর্বাধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন স্টেডিয়ামে রূপান্তরিত করা হবে।যার ফলে এই অঞ্চলের ক্রীড়া প্রেমী মানুষ আরো ভালোভাবে খেলা উপভোগ করতে পারবে।
⇘সংবাদদাতা: জামালপুর প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top